Hooghly News: 'সুস্থ' হয়েও হাসপাতাল থেকে বাড়ি ফেরা হল না! বেড থেকে পড়ে মৃত্যু বৃদ্ধার

Last Updated:

'সুস্থ' হয়ে ওঠার রোগীর হাসপাতালের শয্যা থেকে পড়ে মৃত্যুর ঘটনায় তীব্র উত্তেজনা হুগলির আরামবাগ মেডিকেল কলেজে

হুগলি: ‘সুস্থ’ হয়ে ওঠা রোগীর অস্বাভাবিক মৃত্যু ঘিরে তুমুল উত্তেজনা আরামবাগ মেডিকেল কলেজে। মৃতের পরিজনদের অভিযোগ, সামান্য কারণে হাসপাতালের নিরাপত্তা রক্ষী ওই রোগীর মেয়েকে গেটে আটকে দেয়। দীর্ঘক্ষণ পরিবারের কাউকে দেখতে না পেয়ে তিনি নিজে উঠতে গিয়ে বেড থেকে পড়ে মারা যান। মৃতের নাম সুফিয়া বেগম(৭০)।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, দিন কয়েক আগে হৃদ যন্ত্রের সমস্যা নিয়ে ওই বৃদ্ধা হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তাঁর বাড়ি হুগলির গোঘাটের দড়ি নকুন্ডায়। মৃত সুফিয়া বেগমের মেয়ে হালিমা বেগমের দাবি, মা পুরোপুরি সুস্থ হয়ে উঠেছিলেন। চিকিৎসকরা জানিয়েছিলেন শনিবার ছেড়ে দেওয়া হবে। সেইমতো এদিন তিনি মাকে নিতে হাসপাতালে আসেন। একটা দরকারে মা’কে বসতে বলে একটু বেরিয়েছিলেন। কিন্তু ভুল করে ভিজিটিং কার্ড সঙ্গে না নিয়ে হাসপাতালের বেডে ফেলে আসেন। এরপর ফের ওয়ার্ডে ঢুকতে গেলে ভিজিটিং কার্ড না থাকায় তাঁকে বাধা দেন হাসপাতালের নিরাপত্তা রক্ষী। অনেক বোঝালেও ঢোকার অনুমতি দেয়নি। এই নিয়ে দীর্ঘক্ষণ তর্কাতর্কি চলে। এদিকে অনেকক্ষণ পরিবারের কাউকে দেখতে না পেয়ে ওই বৃদ্ধা নিজে বেড থেকে নামার চেষ্টা করেন। আর তাই করতে গিয়ে পড়ে যান। তাতেই মৃত্যু হয় বলে পরিবারের অভিযোগ।
advertisement
advertisement
ওই বৃদ্ধার আকস্মিক মৃত্যুতে উত্তেজিত হয়ে পড়েন তাঁর পরিজনেরা। উত্তেজনা তৈরি হয় হাসপাতাল চত্বরে। খবর পেয়ে ছুটে আসে আরামবাগ থানার পুলিশ। মৃতের পরিবারের সদস্যরা বিক্ষোভ দেখায় হাসপাতালের গেটের সামনে। পরে পুলিশ বিষয়টি নিয়ে তদন্তের আশ্বাস দিলে তাঁরা শান্ত হন। এদিকে রোগী মৃত্যুর এই ঘটনায় কোন‌ও মন্তব্য করেনি হাসপাতাল কর্তৃপক্ষ।
advertisement
শুভজিৎ ঘোষ
view comments
বাংলা খবর/ খবর/হুগলি/
Hooghly News: 'সুস্থ' হয়েও হাসপাতাল থেকে বাড়ি ফেরা হল না! বেড থেকে পড়ে মৃত্যু বৃদ্ধার
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement