Hooghly News: আগুন লাগতেই ফাটতে শুরু করল একের পর এক গ্যাস সিলিন্ডার! গভীর রাতে গোঘাটে আতঙ্ক
- Published by:kaustav bhowmick
Last Updated:
স্থানীয়রাই প্রথম গ্যারেজটিতে আগুন লাগার ঘটনা লক্ষ্য করেন। প্রথমে তাঁরা নিজে থেকে আগুন নেভাতে এগিয়ে যান। কিন্তু পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে উঠে যে ধারেকাছেইই ঘেঁষতে পারছিল না মানুষ।
হুগলি: সোমবার রাতে বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হয়ে গেল গোঘাটের এক গ্যারেজ। এই অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। দাউ দাউ করে আগুন জ্বলার পাশাপাশি বিশাল শব্দ করে ফাটতে থাকে সেখানে রাখা একের পর এক গ্যাস সিলিন্ডার। গ্যারেজটি থেকে আশেপাশের দোকানেও আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছিল।
এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাটি হুগলির গোঘাট-২ ব্লকের বিডিও অফিস সংলগ্ন এলাকার। স্থানীয়রাই প্রথম গ্যারেজটিতে আগুন লাগার ঘটনা লক্ষ্য করেন। প্রথমে তাঁরা নিজে থেকে আগুন নেভাতে এগিয়ে যান। কিন্তু পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে উঠে যে ধারেকাছেইই ঘেঁষতে পারছিল না মানুষ। এরপরই গোঘাট থানা এবং স্থানীয় দমকল কেন্দ্রে খবর দেওয়া হয়। দমকলকর্মীরা এসে বেশ কিছুক্ষণের চেষ্টা আগুন নেভান। কিন্তু ততক্ষণে গ্যারেজটির আর কিছু ছিল না।
advertisement
advertisement
তবে গ্যারেজটি জ্বলার সময় সেখানে রাখা একের পর এক গ্যাস সিলিন্ডার ফাটা শুরু হতেই গোটা এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়দের দাবি ওই গ্যারেজ থেকে আগুন আশেপাশের দোকানে ছড়িয়ে পড়লে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হতে পারত। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে শর্ট সার্কিট থেকেই এই ঘটনা ঘটেছে।
advertisement
এদিকে গ্যারেজ মালিক জানিয়েছেন এই অগ্নিকাণ্ডের জেরে তাঁর বিপুল ক্ষতি হয়েছে। বস্তুত গ্যারেজটির আর কোনও জিনিসই অক্ষত নেই বলে জানা গিয়েছে। কীভাবে এই আগুন লাগল তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ ও দমকল।
শুভজিৎ ঘোষ
Location :
Kolkata,West Bengal
First Published :
March 28, 2023 12:51 PM IST