Monitor Lizard Rescued: স্কুলে মিটার বক্সে বিশালাকার গোসাপ, উদ্ধার করে ছাড়া হল প্রকৃতিতে
- Published by:Ananya Chakraborty
- hyperlocal
- Reported by:RAHI HALDAR
Last Updated:
স্কুলের মিটার বক্সের মধ্যে পাওয়া গেল গোসাপ! গোসাপটিকে উদ্ধার করে স্থানীয় একটি জলাশয়ের পাশে ছেড়ে দেওয়া হয় যাতে সে তার নিজের জীব বৈচিত্রে বেঁচে থাকতে পারে।
হুগলি: স্কুলের মিটার বক্সের মধ্যে পাওয়া গেল গোসাপ! তাই দেখে চক্ষু চড়ক গাছ স্কুলের শিক্ষিকাদের। তবে শেষ বেলায় সেই বিশাল গোসাপকেই সুস্থ ভাবে বিদায় জানালেন স্কুলের পড়ুয়া ও শিক্ষিকারা। গোটা ঘটনার নেপথ্যে সর্প বিশারদ ব্যান্ডেলেরই বাসিন্দা চন্দন ক্লেমেন্ট সিং। ঘটনাটি ঘটেছে ব্যান্ডেলের অক্সিলিয়াম কনভেন্ট স্কুলের।
স্কুল চলাকালীন সময় স্কুলের এক জন দেখতে পান মিটার বক্সের ভিতর কিছু একটা নড়াচড়া করছে। সামনে আসতেই দেখতে পান একটি বিশাল সাইজের গোসাপ। দেখতে পেয়ে স্কুলের পক্ষ থেকে সর্প বিশারদ ব্যান্ডেলেরই বাসিন্দা চন্দন ক্লেমেন্ট সিংকে খবর দেওয়া হয়। তিনি গিয়ে মিটার বক্স থেকে গোসাপ টিকে উদ্ধার করে তাকে ছেড়ে দিয়ে আসেন একটি জলাশয়ের ধারে।
advertisement
advertisement
এই বিষয়ে চন্দন ক্লেমেন্ট সিং জানান, এই ধরনের প্রজাতির গোসাপ সাধারণত জলাশয়ের ধারেই থাকে। তবে বৃষ্টির কারণে তার বাসস্থানে জল ঢুকে যাওয়ায় ফলে কিংবা খাদ্যের সন্ধানে ওই সরীসৃপ স্কুলের মধ্যে ঢুকে পড়েছিল। তবে এই ধরনের সরীসৃপ প্রাণীগুলি বাস্তু তন্ত্রের জন্য খুবই উপযোগী। তিনি খবর পেয়ে গোসাপটিকে উদ্ধার করে স্থানীয় একটি জলাশয়ের পাশে ছেড়ে আসেন যাতে সে তার নিজের জীব বৈচিত্রে বেঁচে থাকতে পারে।
advertisement
রাহী হালদার
Location :
Kolkata,West Bengal
First Published :
July 01, 2023 7:11 PM IST