Hooghly News: ডিএনএ টেস্ট করেই মিলেছে ছেলের দেহ, করমণ্ডল ট্রেন দুর্ঘটনায় পরিবার পেল ক্ষতিপূরণ

Last Updated:

করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার দিন যুবক ট্রেনের মধ্যেই ছিলেন। দীর্ঘ সময় ধরে খুঁজে না পাওয়া যাওয়ার পরে ডিএনএ টেস্ট করিয়ে ওড়িশার এইমস হাসপাতাল থেকে মৃতদেহ শনাক্ত করেন করেন তাঁর পরিবার।

ডিএনএ টেস্ট করেই মিলেছে ছেলের দেহ, করমণ্ডল ট্রেন দুর্ঘটনায় পরিবার পেল ক্ষতিপূরণ
ডিএনএ টেস্ট করেই মিলেছে ছেলের দেহ, করমণ্ডল ট্রেন দুর্ঘটনায় পরিবার পেল ক্ষতিপূরণ
হুগলি: দীর্ঘদিন ধরে নিখোঁজ ছিলেন হরিপাল বিধানসভার গোপাল হেমব্রম নামের এক যুবক। করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় সেই দিন গোপাল ট্রেনের মধ্যেই ছিলেন। দীর্ঘ সময় ধরে খুঁজে না পাওয়া যাওয়ার পরে ডিএনএ টেস্ট করিয়ে ওড়িশার এইমস হাসপাতাল থেকে মৃতদেহ শনাক্ত করেন তাঁর পরিবার। রাজ্য সরকারের ক্ষতিপূরণ বাবদ যে টাকা তা মন্ত্রী বেচারাম মান্না তুলে দেন মৃতের মায়ের হাতে।
মাত্র ২০ বছর বয়সী গোপাল ভিনরাজ্যে যাচ্ছিল পরিযায়ী শ্রমিকের কাজ করতে। জেনারেল কামরায় বসেই রওনা দিচ্ছিলেন কর্মস্থলের উদ্দেশ্যে। পথেই ঘটে সেই ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। দুর্ঘটনার খবর পাওয়ার পর থেকেই বাড়ির লোক অনেক খোঁজাখুঁজি শুরু করে। অবশেষে গোপাল হেমব্রমের মা তাঁর রক্তের ডিএনএ পরীক্ষা করেতে পাঠান ওড়িশার এইমস হাসপাতালে। ডিএনএ-র সঙ্গে হাসপাতালের মর্গে থাকা এক মৃতদেহ ডিএনএ ম্যাচ করে। এভাবেই মৃত ছেলের সনাক্তকরণ করেন তাঁর পরিবার।
advertisement
advertisement
অনেক ছোট বয়স থেকেই কাজের জন্য ভিন রাজ্যে পাড়ি দিতে হতো গোপাল হেমব্রমকে। এবারও বাড়ি থেকে কাজের জন্য রওনা দিয়েছিলেন ৷ কথা ছিল পুজোর আগে এসে বাড়ি ফিরে আসবে। তবে বাড়ি ফেরা আর হয়নি। অভিশপ্ত সেই রাত কেড়ে নিয়েছে গোপালের মতো আরও শত শত প্রাণ।
advertisement
হরিপাল বিডিও অফিসে করমণ্ডল এক্সপ্রেসে নিহত হরিপালের ওলিপুর অঞ্চলের সোনাটিকরী গ্রামের দীর্ঘদিন নিখোঁজ গোপাল হেমব্রমের মা-এর হাতে তুলে দেওয়া হয় ক্ষতিপূরণের চেক। এই চেক প্রদানের সময় উপস্থিত ছিলেন হরিপালের বিধায়ক ডাঃ করবী মান্না, এসডিও চন্দননগর ও হরিপালের বিডিও জয়ন্ত সাহা।
বাংলা খবর/ খবর/হুগলি/
Hooghly News: ডিএনএ টেস্ট করেই মিলেছে ছেলের দেহ, করমণ্ডল ট্রেন দুর্ঘটনায় পরিবার পেল ক্ষতিপূরণ
Next Article
advertisement
West Bengal Weather Update: বৃষ্টি বাড়বে পাহাড়ে ! দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন
বৃষ্টি বাড়বে পাহাড়ে ! দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন
  • বৃষ্টি বাড়বে পাহাড়ে !

  • দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement