Hooghly News: তাইকোয়ান্ডো প্রতিযোগিতায় নজরকাড়া ফলাফল কোন্নগরের খুদেদের

Last Updated:

কোন্নগরের খুদেরা নজরকাড়া পারফর্মেন্স, স্টেট লেভেল তাইকোয়ান্ডো চ্যাম্পিয়নশিপের চারটি ইভেন্টে ১৪ টি পদক

+
পুরস্কার

পুরস্কার হাতে খুদে চ্যাম্পিয়নরা

হুগলি: কারো বয়স ৫ কারো  ৮ কেউ বা মেরে কেটে ১০। ছোট্ট এই খুদেদের তাইকোয়ান্ডোর মারপ্যাঁচ দেখলে অবাক হবেন অনেকেই। হুগলির কোন্নগরের এই খুদেরা নজরকাড়া পারফর্মেন্স করেছে রাজ্য স্তরের তাইকোয়ান্ডো প্রতিযোগিতায়। স্টেট লেভেল তাইকোয়ান্ডো চ্যাম্পিয়নশিপের চারটি ইভেন্টে ৫ টি গোল্ড ২ টি সিলভার ও ৭ টি ব্রোঞ্জ জয় করে আনে এই খুদে চ্যাম্পিয়ানরা।
অক্টোবর মাসের প্রথম সপ্তাহে কলকাতার চন্দননগরের খরিসানি হাইস্কুলে আয়োজিত হয়েছিল ২৬ টির বিটিটি এর তাইকোয়ান্ডো চ্যাম্পিয়নশিপ। সেখানেই স্পিড কিকিং ও পুফ্সি এই দুই টি ইভেন্টে প্রতিযোগিতা করতে নামে হুগলির কোন্নগরের বাসিন্দা ৮ জন খুদে । ৮ জনের মধ্যে সাতজন এই প্রতিযোগিতা থেকে পদক জয় করে। রাজকুমার চৌধুরী, রোহিত ধলে, সর্বানী হালদার, তামান্না খাতুন, আরাধ্যা দাস, যুধাজিৎ ব্যানার্জি ও দময়ন্তী তপাদার এই সাত জন নিজেদের নামে মোট ১৪ টি পদক জয় লাভ করে।
advertisement
advertisement
এই বিষয়ে তাদের কোচ সোমনাথ হালদার তিনি বলেন, যে সমস্ত ছোট বাচ্চাদের তিনি তাইকোয়ান্ডো শেখান তারা সকলেই খুব মনোযোগ দিয়ে তার কাছে প্র্যাকটিস করে। তার একদম খুদে চ্যাম্পিয়নদের সাফল্যে গর্বিত তার কোচও। তবে তিনি আশাবাদী শুধুমাত্র রাজ্য স্তরের প্রতিযোগিতা নয় জাতীয় স্তরের প্রতিযোগিতাতেও ভালো ফল করবে তার ছাত্র-ছাত্রীরা।ছেলে-মেয়েদের সাফল্যে তাদের অভিভাবক অভিভাবিকারা জানান, পুরো কৃতিত্বটাই ছাত্র এবং শিক্ষকের। তাদের ছেলে মেয়েরা আগামীতে আরও বেশি সাফল্য আনতে পারবে সে বিষয়ে আশাবাদী তারা।
advertisement
রাহী হালদার
view comments
বাংলা খবর/ খবর/হুগলি/
Hooghly News: তাইকোয়ান্ডো প্রতিযোগিতায় নজরকাড়া ফলাফল কোন্নগরের খুদেদের
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement