জ্বালানির জ্বালায় মহার্ঘ ইলিশ !

Last Updated:

জ্বালানির জ্বালায় মহার্ঘ্য হবে ইলিশ । ডিজেলের দাম বাড়ায় আতঙ্কে দক্ষিণ চব্বিশ পরগনার মৎস্যজীবীরা । বাড়ছে ট্রলার চালানোর খরচ ।

#রায়চক: জ্বালানির জ্বালায় মহার্ঘ হবে ইলিশ । ডিজেলের দাম বাড়ায় আতঙ্কে দক্ষিণ চব্বিশ পরগনার মৎস্যজীবীরা । বাড়ছে ট্রলার চালানোর খরচ । ইলিশ ধরতে অনেকেই এবার ট্রলার নিয়ে গভীর সমুদ্রে যেতে চাইছেন না । বাকি যে ট্রলার চলবে তাতে যা ইলিশ উঠবে, তার দাম হবে দ্বিগুণ ।এমনটাই আশঙ্কা ।
অপেক্ষা শেষ । ১৫ই জুন থেকে শুরু হচ্ছে ইলিশের মরশুম । সেদিন জলের রূপোলি শস্যের খোঁজে প্রথম ট্রলার যাবে সমুদ্রে । তবে ডিজেলের দাম যে হারে বাড়ছে তাতে মরশুম আসার আগেই বাড়ছে আশঙ্কা । প্রচুর পরিমাণে ইলিশ না উঠলে এবার ব্যবসা গোটানোর কথা ভাবছেন সাগর, নামখানা, কাকদ্বীপ, রায়দিঘি, পাথরপ্রতিমার ট্রলার ব্যবসায়ীরা ।
advertisement
advertisement
দক্ষিণ ২৪ পরগনায় ১২০০ ট্রলার আছে ৷ ৮০০টি ট্রলার ইলিশ ধরতে গভীর সমুদ্রে যায় ৷ এবার ইলিশ ধরতে যাওয়া নিয়ে সংশয়ে রয়েছে ৩৫০টি ট্রলার ৷ ট্রলার চালানোর খরচের বেশিরভাগটাই জ্বালানির খরচ । গত বছর ডিজেলের দাম ছিল লিটার প্রতি ৫৫ টাকা । এবছর দাম বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৭২ টাকায় । জ্বালানির ঝাঁজে বসে যাবে বেশ কয়েকটি ট্রলার । আশঙ্কায় ট্রলার মালিকরা ।
advertisement
৮০০ লিটার ডিজেল লাগে এক ট্রিপে । খরচ হয় কয়েক লক্ষ টাকা । এরপর যথেষ্ট পরিমাণ ইলিশ জালে না পড়লে লোকসান বাড়ে । এবার আর সেই ক্ষতিপূরণও সম্ভব নয় । তাই প্রথমদিকের ট্রিপে ট্রলার পাঠাবেন না বলে সিদ্ধান্ত নিচ্ছেন মালিকরা । তাঁদের এই ধীরে চল নীতিতে সিঁদুরে মেঘ দেখছেন মৎস্যজীবীরা ।
advertisement
প্রথম কয়েকটি ট্রিপে অন্যান্যরা কেমন মাছ পাচ্ছেন দেখেই পরবর্তী সিদ্ধান্ত । যদি ট্রিপ হয়ও, তাহলেও তার সংখ্যা প্রতি বছরের মত হবে না । পরিবেশগত কারণে একেই সমুদ্রে ইলিশের পরিমাণ কমছে । তাই এবার যেটুকু মাছ ধরা পড়বে তাও বিকোবে বেশ চড়া দরেই । জ্বালানির কোপে আরও পারদ চড়তে চলেছে বাঙালির প্রিয় ইলিশের ।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
জ্বালানির জ্বালায় মহার্ঘ ইলিশ !
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement