মেহের জেসিয়া, অর্জুুন রামপালের সম্পর্কে ভাঙন! বাড়ি ছেড়ে বেরিয়ে এলেন অর্জুন
Last Updated:
মেহের জেসিয়া, অর্জুুন রামপালের সম্পর্কে ভাঙন! বাড়ি ছেড়ে বেরিয়ে এলেন অর্জুন
#মুম্বই: কুড়ি বছরের সম্পর্কে ভাঙন! বাড়ি ছেড়ে বেরিয়ে এলেন অর্জুন রামপাল। বেশ কয়েকবছর ধরেই অর্জুন আর মেহর জেসিয়ার দাম্পত্য সম্পর্কে অশান্তি দানা বেধেছিল। তাঁদের ডিভোর্স হয়ে গিয়েছে-- এমন খবরও ছড়িয়েছিল বাজারে। অলি-গলিতে কান পাতলেই শোনা যাচ্ছিল, সুজান আর অর্জুনের ঘনিষ্ঠতাই নাকী হৃতিক-সুজানের ছাড়াছাড়ির অন্যতম প্রধান কারণ! একই কারণে অশান্তির মেঘ ঘনিয়ে আসে অর্জুন-মেহেরের সংসারেও! যদিও সেই সময় এইসমস্ত খবরকে গসিপ বলে উড়িয়ে দেন 'ইনকার'স্টার! স্পষ্ট জানিয়ে দেন, সুজান আর হৃতিকের ডিভোর্সের জন্য তিনি কোনওভাবেই দায়ি নন।
সুজান আর হৃতিকের ছাড়াছাড়ি হয়ে গেলেও, নিজেদের আরেকটা সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেন মেহের, অর্জুন। দু'তরফেই চেষ্টার ত্রুটি ছিল না। দুই মেয়ে মাহিকা আর মাইরাকে নিয়ে মাঝেমাঝেই ছুটি কাটাতে যেতেন অর্জুন, মেহের। কিন্তু হালে সম্পর্কে আবার আগুন জ্বলল! আর এবার ব্যাপারটা বেশ সিরিয়াস! একেবারে বাড়ি ছেড়েই বেরিয়ে গেলেন রামপাল। বিস্বস্ত সূত্তের খবর, মেহের আর মেয়েদের ছেড়ে ইদানীং অন্য একটি ফ্ল্যাটে থাকছেন অর্জুন রামপাল। তবে, মেয়েদের সঙ্গে তাঁর নিয়মিত যোগাযোগ রয়েছে।
advertisement
Location :
First Published :
May 19, 2018 4:21 PM IST