হলুদ লাগল শুভশ্রীর রাজের গায়ে
Last Updated:
কলকাতা: আজ টলিউডের মেগা বিয়ে। সাত পাকে বাঁধা পড়ছেন 'রাজশ্রী'। শোনা যাচ্ছে অনেক রাতে বিয়ের লগ্ন। শুভশ্রীর পরিবারের তরফ থেকে জানানো হয়েছে, বাঙালি মতেই হবে বিয়ের অনুষ্ঠান। নিমন্ত্রিতের তালিকায় রয়েছেন প্রিয় বন্ধু রুদ্রনীল ঘোষ, সৃজিত, পদ্মনাভ দাশগুপ্ত, নীল রায় ছাড়াও টলিটাউনের আরও অনেক হেভিওয়েটরা!