Gold Movie Review: ‘গোল্ড’ দিয়ে শাহরুখকে ছুঁতে চাইলেন অক্ষয় ! পারলেন কি?

Last Updated:

গল্পের ছকের মূল একজন মানুষ ও তাঁর দেশপ্রেম ৷ সঙ্গে সেই রসায়নে তৈরি মানুষগুলোকে খুঁজে বার করে দল পাকানো ৷ মোটামুটি বলিউডে যে কটি দেশভক্তি নিয়ে এ যাবৎ সিনেমা তৈরি হয়েছে, সেই ছকেই চলেছে গোল্ড !

Film Stills
Film Stills
#কলকাতা: এমনিতে কোনও খানজাদাদেরই খুব একটা পাত্তা দেন না অক্ষয় কুমার ৷ নিজের মতো ছবি করেন, বক্স অফিসে তুমুল হিট দেন ৷ তারপর আবার নতুন ছবিতে মন ৷ এমনকী, খানদের মতো ছবি রিলিজের আগে বার বার খবরেও আসতে চান না অক্ষয় ৷ বরং নিজের ছবির প্রমোশন করেন একেবারে নিজের কায়দায় ৷ অনেকে তো বলেন যেভাবে একের পর এক দেশাত্ববোধ নিয়ে ছবি করে চলেছেন অক্ষয়, মনোজ কুমারের পরে তিনিই নাকি বলিউডের নতুন ভারত কুমার !

গোল্ড

4.5/5
undefined undefined ১৫|হিন্দিNaN hrs NaN mins|ড্রামা
Starring:অক্ষয় কুমার, মৌনি রায়, কুণাল কাপুর, অমিত সাদ,Director:রিমা কাগতিMusic:শচীন-জিগর
Watch Trailer
উপরের প্রত্যেকটি শব্দই সত্যি হয়ে ওঠে ‘গোল্ড’ ছবিতে ৷ কারণ, অক্ষয় এই ছবির হৃদয়, ফুসফুস, এমনকী পেশী ! শুধু রক্ত সঞ্চালন সামলে গিয়েছেন পরিচালক রিমা কাগতি ও সম্পাদক আনন্দ সুবায়া ! কারণ, এই ছবির তুরুপের তাসই হল এডিটিং ৷ যা কিনা আপনাকে ঠায় বসিয়ে রাখবে, তীব্র আগ্রহে !
advertisement
advertisement
গল্পের ছকের মূল একজন মানুষ ও তাঁর দেশপ্রেম ৷ সঙ্গে সেই রসায়নে তৈরি মানুষগুলোকে খুঁজে বার করে দল পাকানো ৷ মোটামুটি বলিউডে যে কটি দেশভক্তি নিয়ে এ যাবৎ সিনেমা তৈরি হয়েছে, সেই ছকেই চলেছে গোল্ড ! যেখানে দেশভক্তির সঙ্গে ‘হিরোগিরি’ মিশে, গোটা কয়েক আবেগ, আপ্লুত সংলাপে ৷ দশর্কদের রক্ত গরম আর চোখে জল ৷ অক্ষয়ের ‘গোল্ড’ এর থেকে ব্যতিক্রম নয় ! এখানেও বহু দৃশ্য রয়েছে যা দেশপ্রেমের অনুপ্রেরণা জায়গায় ৷ বেশ কিছু সংলাপ রয়েছে যা দেশের মানুষের রক্তে পারদ ফেলে ৷ তবুও এই ছবি অক্ষয় কুমারের হাতের জিয়নকাঠি হয়ে দাঁড়ায় ৷
advertisement
ছবিতে মৌনি রায় যথাযথ ৷ নজর কাড়েন কুণাল কাপুর ৷ তবে আলাদা করে নজর পড়ে অভিনেতা ভিকি কৌশলের ভাই সানি কৌশলের অভিনয় !
গল্প এগোয়, ১৯৩৬-এ জার্মানিকে হারিয়ে হকি জিতেছিল ভারত। কিন্তু পতাকা ওড়ে ব্রিটেনের নামে। স্টেডিয়াম জুড়ে বেজে ওঠে না জাতীয় সঙ্গীত । তখন থেকেই ছবিতে ভারতীয় হকি টিমের ম্যানেজার তপন দাস ওরফে অক্ষয় কুমার শপথ নিলেন স্বাধীন ভারতের হকি টিম গড়বেন। আর সে দিন পাতাকা উড়বে স্বগর্বে। সেই স্বপ্নপূরণ, স্বপ্নের ওঠা-নামা নিয়েই গোটা ছবির গল্প ৷ আর স্বপ্নপূরণ হওয়াতেই ছবি শেষ ৷ মূলত, ছবির ক্ল্যাইম্যাক্স অজানা নয় ৷ ছবির এগিয়ে চলাতেই পাণ্ডিত্য ৷ সেই পাণ্ডিত্যতে উতরে গিয়েছেন অক্ষয় কুমার ও রিমা কাগতি টিম ৷ তবে যেটা পড়ে রইল তা হল, এই ছবি বার বারই মনে করাবে শাহরুখের চক দে-কে ৷ সেই লাস্ট মিনিট টেনশন, সেই দেশাত্ববোধ ৷ সেই টিমের ভিতর ইগোর লড়াই ও দলের মধ্যে দিয়ে দেশগঠনের ফিলোজফি ৷ কিন্তু ‘চক দে’ যেভাবে ছুঁতে পেরেছিল, ‘গোল্ড’ সে জায়গা থেকে অধরা ! ফমূর্লায় মাপা ছবি হয়ে, বক্স অফিসে কামাল দেখালেও, ‘গোল্ড’ কিন্তু অক্ষয়ের সেরা ছবি হওয়া থেকে পিছেই রইল ৷ আর ফলাফল হিসেবে যেটা দাঁড়াল, তা হল ‘চক দে’র মতো ছবি করে, শাহরুখের কাছে পৌঁছলেন অক্ষয় ! যদিও তিনি খানজাদাদের দৌঁড়ে একদমই নেই !
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Gold Movie Review: ‘গোল্ড’ দিয়ে শাহরুখকে ছুঁতে চাইলেন অক্ষয় ! পারলেন কি?
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement