ঘরের এই দিক খোলা রাখলে বংশ বৃদ্ধি হবে, বাড়বে গৃহস্বামীর আয়ু

Last Updated:

আজকালকার দিনে নীচে জায়গা কিনে বাস্তুশাস্ত্র মতে বাড়ি তৈরি করা বেশ খানিকটা কষ্ট কল্পনার মতোই ৷ তবু যদি তেমন কোনও সুযোগ আপনার হাতে থাকে, তাহলে হাতছাড়া করবেন না যেন ৷ বাস্তুশাস্ত্রে কিন্তু দিকের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ ৷

#কলকাতা: আজকালকার দিনে নীজে জায়গা কিনে বাস্তুশাস্ত্র মতে বাড়ি তৈরি করা বেশ খানিকটা কষ্ট কল্পনার মতোই ৷ তবু যদি তেমন কোনও সুযোগ আপনার হাতে থাকে, তাহলে হাতছাড়া করবেন না যেন ৷ বাস্তুশাস্ত্রে কিন্তু দিকের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ ৷ আর দিক মেনে বাড়ি বানাতে পারলে আপনার ঘরও সমৃদ্ধিতে ফুলে ফেঁপে উঠবে ৷
বাস্তুশাস্ত্র, আটটি দিকের ( পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, ঈশান, অগ্নি, বায়ু ও নৈঋত) উপর ভিত্তি করে তৈরি হয়েছে ৷ এই আটটি দিকের বৈশিষ্ট্য বা গুরুত্ব সম্বন্ধে জানা দরকার। বাস্তুশাস্ত্রে এই দিকগুলোর বিশেষত্ব বা গুণাগুণ অনুযায়ী ঘর, বারান্দা, স্নানের ঘর ইত্যাদি তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছেঃ-
advertisement
advertisement
১। পূর্ব দিককে বংশের দিক বলা হয়। তাই গৃহ নির্মাণের সময় পূর্ব দিক কিছুটা খোলা রাখা উচিত। এতে গৃহ স্বামীর আয়ু বৃদ্ধি হয়।
২। পশ্চিম দিক সফলতা, কীর্তি, যশ ও ঐশ্বর্য দান করে।
৩। উত্তর দিক মায়ের স্থান। উত্তরে খালি জায়গা রাখলে মাতুল বংশের কল্যান হয়।
৪। দক্ষিন দিক ধন-সমৃদ্ধি, শান্তি ও প্রসন্নতার দিক। দক্ষিণেশ্বরের কালী মন্দির দক্ষিনমুখী। তাই আজও স্বমহিমায় উজ্বল।
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
ঘরের এই দিক খোলা রাখলে বংশ বৃদ্ধি হবে, বাড়বে গৃহস্বামীর আয়ু
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement