Tandoori Momos|| তন্দুরি মোমো খেয়েছেন? এখন এই মোমো মিলছে শহরেই, না খেলে বড় মিস করবেন

Last Updated:

Tandoori Momos: তন্দুরি মোমো। মোমোকে ডিপ ফ্রাই করে, তাতে তন্দুরি মশলা লাগিয়ে আগুনে পুড়িয়ে তৈরি হয় তন্দুরি মোমো। আর এই তন্দুরি মোমো খেতে হলে আপনাকে আসতে শিলিগুড়ির মিলনপল্লিতে।

+
তন্দুরি

তন্দুরি মোমো

শিলিগুড়ি: শিলিগুড়ি মানেই মোমোর ঠিকানা। মোমো খেতে সকলেরই পছন্দ। পাহাড়ের কোলে দাঁড়িয়ে মোমো খাওয়ার আনন্দই আলাদা। শহরাঞ্চলে তিব্বতি এই মোমো দাপিয়ে খাচ্ছে সকলে। মোমোর নানা ভ্যারাইটির কথাও সকলেরই জানা। চিকেন মোমো, ফ্রাই মোমো, পনির মোমো সবটাই হলো কিন্তু এ এক অন্য স্বাদের মোমো। তন্দুরি মোমো, মোমোকে ডিপ ফ্রাই করে, তাতে তন্দুরি মশলা লাগিয়ে আগুনে পুড়িয়ে তৈরি হয় তন্দুরি মোমো। আর এই তন্দুরি মোমো খেতে হলে আপনাকে আসতে শিলিগুড়ির মিলনপল্লি এলাকার এসএফ রোডের ধারে।
শিলিগুড়ির বাসিন্দা রাকেশ গুপ্তা বেঙ্গালুরু গিয়ে প্রথমে এই তন্দুরি মোমোর স্বাদ আস্বাদন করেন। তন্দুরি মোমো খেয়ে এতটাই ভাল লাগে যে, সে শিলিগুড়িতে এসে নিজের আউটলেটে এই তন্দুরি মোমো বানানো শুরু করেন। আর তাতেই কেল্লাফতে! সকলে এত পছন্দ করছেন মোমো, যে বাধ্য হয়ে দুটো আউটলেট খুলে দিতে হয়েছে। এক দোকানে ভিড় সামলানো যাচ্ছে না।
advertisement
আরও পড়ুনঃ মহাদেবের মহালীলা, শিবলিঙ্গ চলে যাচ্ছে জলের নীচে! আমতায় দূরদূরান্ত থেকে ছুটে আসছে মানুষ
রাকেশ বলেন, তাঁর দোকানে সমস্তটাই ভেজ মোমো পাওয়া যায়। সেই ভেজ মোমোকে ডিপ ফ্রাই করে, স্পেশ্যাল মশলা দিয়ে আগুনে গরম করে, মেয়োনিজ চাটনির সঙ্গে পরিবেশন করা হয়। এসএফ রোডের এই দোকানে এতটাই ভিড় হয় যে মাঝে মাঝে ভিড় সামলাতে হিমশিম খেতে হয়।
advertisement
advertisement
রাকেশ আরও জানান, কেউ যদি ভেজ মোমো খেতে চায় তাহলে তার দাম মাত্র ৩০ টাকা। আর তন্দুরি মোমো খেতে হলে ৮ পিসের দাম ৭০ টাকা। তিনি সকলকে তার দোকানে এসে একবার মোমো খাওয়ার আহ্বান জানিয়েছেন। মোমো খেতে এসেছিলেন কমল প্রসাদ। তিনি বলেন, "এখানে যে তন্দুরি মোমো পাওয়া যায় তা সত্যিই অত্যন্ত অসাধারণ। আমরা মাঝে মাঝেই এই দোকানে খেতে আসি এবং সকলকেও একবার হলেও ওই তন্দুরি মোমো খেয়ে যাওয়ার অনুরোধ করব, এই মোমো না খেলে অনেকটাই মিস করবে সকলে।"
advertisement
অনির্বাণ রায়
view comments
বাংলা খবর/ খবর/ফুড/
Tandoori Momos|| তন্দুরি মোমো খেয়েছেন? এখন এই মোমো মিলছে শহরেই, না খেলে বড় মিস করবেন
Next Article
advertisement
Mamata Banerjee: খসড়া তালিকায় বাদ যাওয়া নাম কীভাবে ফিরবে চূড়ান্ত তালিকায়? শুনানির আগে তৃণমূলের বিএলএ-দের ৮ টোটকা মমতার
খসড়া তালিকায় বাদ যাওয়া নাম ফেরাতে কী করণীয়? তৃণমূলের বিএলএ-দের ৮ দফা নির্দেশ মমতার
  • খসড়া তালিকায় বাদ যাওয়া নাম ফেরাতে ভোটারদের কীভাবে সাহায্য?

  • তৃণমূলের বিএলএ-দের একগুচ্ছ নির্দেশ মমতার৷

  • বহিরাগতদের উপরে নজর রাখারও নির্দেশ৷

VIEW MORE
advertisement
advertisement