Coffee: কফির দুনিয়ায় নয়া টেস্ট! এই কফিতেই জমুক শীতের আড্ডা! র‌ইল ঠিকানা

Last Updated:

Coffee: নতুন স্বাদের কফি সকলের মন জয় করতে পেরেছে। এই কফির নাম 'চকলেট ক্রিম কফি'। কফির নামের মধ্যেই লুকিয়ে রয়েছে সম্পূর্ণ বিষয়টি।

+
চকলেট

চকলেট ক্রিম কফি

কোচবিহার: চা হোক কিংবা হোক কফি। দুইয়ের স্বাদের মধ্যে ডুবে আড্ডা দেওয়ার মজাটাই আলাদা। তবে সেটা হয় একটু অন্য রকমের বিশেষ ধরনের। তবে তো কোনও কথাই নেই। আড্ডা একদম মুহূর্তের মধ্যেই জমে যায়।
এ বার কোচবিহারের এক ক্যাফে রেস্তোরাঁ এক নতুন ধরনের কফি নিয়ে হাজির হয়েছে। তাঁদের এই নতুন কফি স্বাদের দিক থেকে যেমনই অতুলনীয়। দেখতেও তেমনই আকর্ষনীয়। ইতিমধ্যেই এই নতুন স্বাদের কফি সকলের মন জয় করতে পেরেছে। এই কফির নাম ‘চকলেট ক্রম কফি’। এই কফির নামের মধ্যেই লুকিয়ে রয়েছে সম্পূর্ণ বিষয়টি। একেবারে সাধ্যের মধ্যেই মাত্র ৭০ টাকা মূল্যে বড় কাচের কাপে দেওয়া হচ্ছে এই কফি।
advertisement
আরও পড়ুনঃ আর ময়েশ্চারাইজার লাগবে না, শীতে কামাল করবে এই তেল, ঝলমল করবে ত্বক
ক্যাফে রেস্তোরাঁর কর্ণধার অর্পিতা বর্মন জানান, “কোচবিহারের মানুষরা যথেষ্ট পছন্দ করছেন এই ‘চকলেট ক্রিম কফি’। প্রতিদিন অনেক মানুষ এই কফি খেতে আসেন সন্ধ্যে নামলেই। বিশেষ ধরনের এই কফির চাহিদা ইতিমধ্যেই লক্ষ্য করা যাচ্ছে কোচবিহারের মানুষদের মধ্যে। তবে কোচবিহারে বাইরে থেকে যে সমস্ত মানুষেরা আসেন। তাঁদের মধ্যেও সমান পছন্দের তালিকায় রয়েছে এই ‘চকলেট ক্রিম কফি’।
advertisement
advertisement
তবে এই কফি বানানো হচ্ছে খুব সহজেই। সাধারণ কফি তৈরি করে তাঁর মধ্যে মিশিয়ে নিচ্ছেন তাঁদের নিজেদের তৈরি করা চকলেট সিরাপ। তারপর কফির কাপের ওপরে দেওয়া হচ্ছে ফ্রেস ক্রিমের একটি আস্তরণ। এই ফ্রেস ক্রিম তাঁরা নিজেরাই তৈরি করছেন দুধ থেকে। আর সবশেষে ওপর থেকে চকলেট সিরাপ দিয়ে গার্নিশিং করা হচ্ছে।”
advertisement
ক্যাফে রেস্তোরাঁর দুই গ্রাহক নেহা রায় ও সঙ্কেত দাস জানান, “কোচবিহারে এখন পর্যন্ত কোনও জায়গায় এই ‘চকলেট ক্রিম কফি’ পাওয়া যায় না। এই প্রথম এই ক্যাফে রেস্তোরাঁয় এই কফি তৈরি করছে কোচবিহারের মধ্যে। এই কফি খেতে দারুন খুবই সুস্বাদু। মুখে দিলেই এই কফির থেকে মিলছে চকলেটের এক সুন্দর সুগন্ধ। এ ছাড়া রয়েছে ফ্রেস ক্রিমের মন মাতানো স্বাদ। দাম ও রয়েছে সকলের সাধ্যের নাগালের মধ্যেই। অনেকেই তো এই বিশেষ স্বাদের কফি খেতে রোজ দুই বেলা করে আসছেন এই ক্যাফেতে।” তবে বর্তমান সময়ে শীতের আমেজে সূর্য ডুবে গেলেই তাপমাত্রার পারদ নামতে থাকছে। আর এই সময়ে প্রায় সকল মানুষেরা এই কফি খেতে বেশ পছন্দ করছেন।
advertisement
Sarthak Pandit
view comments
বাংলা খবর/ খবর/ফুড/
Coffee: কফির দুনিয়ায় নয়া টেস্ট! এই কফিতেই জমুক শীতের আড্ডা! র‌ইল ঠিকানা
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement