দেশের প্রথম আন্ডারওয়াটার রেস্তোরাঁ আমেদাবাদে !
Last Updated:
ভোজন প্রেমীদের ডাইনিং অভিজ্ঞতা এবার থেকে হতে চলেছে আরও রোমাঞ্চকর ৷ এই প্রথম ভারতে খুলল কোনও আন্ডারওয়াটার রেস্তোরাঁ ৷ গুজরাটের আমেদাবাদ শহরে চালু হয়েছে এই অভিনব রেস্তোরাঁ ৷
#আমেদাবাদ: ভোজন প্রেমীদের ডাইনিং অভিজ্ঞতা এবার থেকে হতে চলেছে আরও রোমাঞ্চকর ৷ এই প্রথম ভারতে খুলল কোনও আন্ডারওয়াটার রেস্তোরাঁ ৷ গুজরাটের আমেদাবাদ শহরে চালু হয়েছে এই অভিনব রেস্তোরাঁ ৷ এই রেস্তোরাঁটি মাটি থেকে ২০ ফুট নীচে তৈরি হয়েছে ৷ নাম ‘দ্য রিয়্যাল পোসেইডন’ ৷ আমেদাবাদের ব্যবসায়ী ভরত ভাটের উদ্যোগেই তৈরি হয়েছে এই রেস্তোরাঁটি ৷ বিলাসবহুল এই রেস্তোরাঁয় ৩২ জনের বসে খাওয়ার ব্যবস্থা রয়েছে ৷ তবে এখানে শুধু নিরামিষ ক্যুইজিনই পাওয়া যাবে ৷ অ্যাকোয়ারিয়ামের আদলে বানানো হয়েছে এই রেস্তোরাঁটিকে ৷ এর মধ্যে ১ লক্ষ ৬০ হাজার লিটার জল রয়েছে ৷ যার মধ্যে রয়েছে চার হাজার প্রজাতির জলের প্রাণী ৷ রেস্তোরাঁয় বসে ‘আন্ডারওয়াটার ডাইনিং অ্যাডভেঞ্চার’ অনুভব করতে পারবেন খাদ্যরসিকরা ৷

