রবিবারের ব্রেকফাস্টে হয়ে যাক চিজ অ্যান্ড হ্যাম ওমলেট

Last Updated:
ডিম খেতে ভালবাসে না এমন মানুষ খুঁজে পাওয়া বিরল৷ আর ডিমের সব পদের মধ্য সবচেয়ে জনপ্রিয় ওমলেট৷ ব্রেকফাস্টে ওমলেট থাকলে আর প্রায় কিছুই লাগে না৷ সেই ওমলেটকেই আরও একটু সুস্বাদু আর পুষ্টিকর করে তুলতে ভিতরে দিন চিজ আর হ্যামের পুর৷
কী কী লাগবে
ডিম-৩টে
advertisement
গলানো মাখন-১০ গ্রাম
শেডার চিজ-৩০ গ্রাম
হ্যাম-১টা মোটা স্লাইস থেকে টুকরো করে নিন
নুন ও গোলমরিচ গুঁড়ো-স্বাদ মতো
কীভাবে বানাবেন
ডিম নুন ও গোলমরিচ গুঁড়ো দিয়ে ভাল করে ফেটিয়ে নিন৷ ফ্রাইং প্যানে মাখন গলিয়ে নিন৷ ফেটানো ডিম ঢেলেচিজ দিন৷ একপিঠ ভাল ভাবে ভাজা হলে উল্টে দিন৷ অন্যপিঠও সুন্দর ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করুন৷ একটুও যেন কাঁচা না থাকে৷ এবার ওমলেটের একপাশ ধরে চিজ ও হ্যাম সাজিয়ে দিন লম্বা করে৷ ওমলেট ভাঁজ করে অপেক্ষা করুন চিজ গলে যাওয়া পর্যন্ত৷ চিজ গলে গেলে আঁচ বাড়িয়ে ৩০ মিনিট রেখে প্লেটে ঢেলে নিন৷
বাংলা খবর/ খবর/রেসিপি/
রবিবারের ব্রেকফাস্টে হয়ে যাক চিজ অ্যান্ড হ্যাম ওমলেট
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement