শেষপাতে খান হালকা ডেজার্ট ক্যারামেল কাস্টার্ড

Last Updated:
শেষপাতে মিষ্টিমুখ করতে সকলেই ভালবাসেন৷ কিন্তু অনেক সময়ই ভারী মিষ্টি খেলে পেট আরও ভার হয়ে যায়৷ তাই ডেজার্ট হওয়া উচিত এমন যা সুস্বাদু যেমন হবে, তেমনই হালকাও হবে৷ তেমনই এক ডেজার্ট ক্যারামেল কাস্টার্ড৷ শিখে নিন রেসিপি৷
কী কী লাগবে
জল-১ টেবল চামচ
advertisement
চিনি-১/৪ কাপ
গরম জল-১ টেবল চামচ
দুধ-১ কাপ
চিনি-৫ টেবল চামচ
ডিম-২টো
কীভাবে বানাবেন
ওভেন ১৭৫ ডিগ্রি সেন্টিগ্রেডে প্রিহিট করুন৷ ১/৪ কাপ চিনি ১ টেবল চামচ জলে সসপ্যানে মাঝারি আঁচে মিশিয়ে গলিয়ে নিন৷ ফুটতে শুরু করলে আঁচ একদম কমিয়ে দিন৷ ৫ মিনিটে চিনি ও জল মিশে গিয়ে সোনালি তরল তৈরি হবে৷ আঁচ থেকে নামিয়ে ১ টেবল চামচ গরম জল মিশিয়ে নিন ক্যারামেল সিরাপের সঙ্গে৷ অন্যদিকে সসপ্যানে দুধের সঙ্গে ৫ টেবল চামচ চিনি একদম হালকা আঁচে৷ আগুন থেকে নামিয়ে ডিম ফেটিয়ে মিশিয়ে দিন৷ বেকিং ডিশে ক্যারামেল সিরাপ ঢালুন৷ এর ওপর ডিম, দুধের মিশ্রণ দিন৷ এবারে একটা ডিশে জল ঢালুন৷ অন্তত আধ ইঞ্চি জল ঢালতে হবে৷ এর ওপর বেকিং ডিশ বসিয়ে ৪৫ মিনিট বেক করুন৷ ওভেন থেকে বের করে ১০ মিনিট রেখে দিন৷ রেফ্রিজরেটরে রেখে জমিয়ে নিন৷
view comments
বাংলা খবর/ খবর/রেসিপি/
শেষপাতে খান হালকা ডেজার্ট ক্যারামেল কাস্টার্ড
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement