বাঙালির রাজকীয় মিষ্টি বেকড রসগোল্লা
Last Updated:
বেকড রসগোল্লা বাঙালিদের কাছে বেশ রাজকীয় এক মিষ্টিষ শেষপাতে বেকড রসগোল্লা থাকলে খাওয়াটাই জমে যায়৷ তবে বেকড রসগোল্লা মানেই কিন্তু দাম দিয়ে কিনে খেতে হবে এমনটা নয়৷ বাড়িতেই বানান বেকড রসগোল্লা৷
কী কী লাগবে
রসগোল্লা-১৪টা
advertisement
খোয়া ক্ষীর-১ কাপ
কন্ডেন্সড মিল্ক-৪০০ গ্রাম
দুধ-আধ কাপ
এলাচ গুঁড়ো-আধ চা চামচ
রোজ ওয়াটার-কয়েক ফোঁটা
কেসর-কয়েকটা স্ট্র্যান্ড
আমন্ড-১ টেবল চামচ
কীভাবে বানাবেন
রসগোল্লা চেপে রস বের করে নিন৷ বেকিং ডিশে রসগোল্লা পাশাপাশি রাখুন৷ মাঝারি আঁচে প্যান গরম করে খোয়াক্ষীর, দুধ ও কন্ডেন্সড মিল্ক একসঙ্গে মেশান ভাল করে৷ রোজ ওয়াটার ও গুঁড়ো এলাচ দিন৷ ফুটিয়ে ঘন করে নিয়ে আঁচ বন্ধ করুন৷ এই মিশ্রণ রসগোল্লার ওপর ঢেলে দিন৷ যাতে সমান ভাবে সব রসগোল্লা ঢেকে যায়৷ এর ওপর কেসর ও আমন্ড ছড়িয়ে ৬ মিনিট বেক করুন৷
view commentsLocation :
First Published :
March 25, 2019 8:31 PM IST