Durga Puja 2023: শুক্তো-ভাজা-ভাপে ইলিশ থেকে কষা মাংষ! মাত্র ১৫০ টাকার লোভনীয় থালি এবার পুজোর ধামাকা, কোথায়?

Last Updated:

Durga Puja 2023: ভাপা ইলিশ এবং স্মোকড ভেটকি, পাবদা মাছের ঝাল, কষা মাংস, নারকেলের দুধে রান্না করা চিংড়ি মাছের মালাইকারি, কাঁচা লঙ্কা দিয়ে মাংসের ঝোল থাকছেই।

+
পুজো

পুজো স্পেশ্যাল থালি

শিলিগুড়ি: কব্জি ডুবিয়ে খাওয়াদাওয়া ছাড়া অসম্পূর্ণ বাঙালির যে কোনও উৎসব। তাই বলে দুর্গাপুজোটা রান্না ঘরেই কাটিয়ে দেবেন নাকি? পুজোর ক’টা দিন বাড়িতে রান্না না-ই বা হল। যদি খাবারের সুদীর্ঘ খাদ্যতালিকা থেকে আপনার পছন্দের পদগুলি বেছে নেওয়ার সুযোগ থাকে, তাহলে আর বাড়িতে রান্না করবেন কেন!
পুজোর কটা দিনে হেঁশেল বন্ধ করে রেস্টুরেন্টে গিয়ে খেতেই বাঙালি পছন্দ করে। আর পুজোর সেরা বাঙালি খাবার উপভোগ করতে আপনাদের আসতে হবে এই রেস্তোরাঁয়। কারণ এখানে এলেই মিলে যাবে মাত্র ১৫০ টাকায় ভেজ খালি। শিলিগুড়ি শহরের বিধান মার্কেট এলাকায় গণপতি হোটেলে নতুন বাঙালি খাবারের রেস্তোরাঁ “ঝালে ঝোলে মশলাতে।”
আরও পড়ুন: অনেকেই চাল কুমড়ো চেনে না, তাই কেনেও না! এই সবজির উপকারিতা জানলে রোজ খাবেন
মাটির পাত্রে দশ পদের খাবার সাজিয়ে দেওয়া হবে আপনাকে। আর পুজোর সময় একটু পুরনো বাঙালি খাবার খেতে কে না পছন্দ করে। অত্যন্ত কম দামে দারুণ খাবারের ঠিকানা এই রেস্তোরাঁ। ভাপা ইলিশ এবং স্মোকড ভেটকি, পাবদা মাছের ঝাল, কষা মাংস, নারকেলের দুধে রান্না করা চিংড়ি মাছের মালাইকারি, কাঁচা লঙ্কা দিয়ে মাংসের ঝোল থাকছেই। এর পাশাপাশি থাকবে কিছু শেফ স্পেশ্যাল রান্না।
advertisement
advertisement
এই রেস্তোরাঁর ভিতরের সাজসজ্জা খুবই মনোমুগ্ধকর এবং এই রেস্তোরাঁর ভিতরের পরিবেশ দেখলে মনে হবে কোনও অন্য জগতে চলে আসছেন আপনি। রেস্তোরাঁর মালিক সুব্রত সাহা বলেন, “পুজোয় বাঙালি একটু বাইরে খেতেই পছন্দ করে। তাই বাঙালিয়ানা সমস্ত খাবার মাটির পাত্রে আমাদের এখানে পরিবেশন করা হয়। আমরা থালিতেই একটু বেশি জোর দিয়েছি। ভেজ থালি ১৫০ টাকা থেকে শুরু হয়েছে। ইলিশ মাছের থালি, মাটন থালি-সহ আরও পাঁচ রকমের থালি আমাদের এখানে থাকছে।’ রেস্টুরেন্টে খেতে আসা এক খাদ্যপ্রেমী দেবাশিস কুণ্ডু বলেন, “শিলিগুড়ির আর পাঁচটা রেস্টুরেন্টের তুলনায় এখানকার খাবার অত্যন্ত ভাল। পুজোর সময় একবার পরিবারের সকলকে নিয়ে ঘুরে যেতেই পারেন এখানে।”
advertisement
অনির্বাণ রায়
বাংলা খবর/ খবর/ফুড/
Durga Puja 2023: শুক্তো-ভাজা-ভাপে ইলিশ থেকে কষা মাংষ! মাত্র ১৫০ টাকার লোভনীয় থালি এবার পুজোর ধামাকা, কোথায়?
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement