Durga Puja 2023: পুজোয় নিরামিষের দিনগুলোয় এঘেয়ে খাবার না খেয়ে বানিয়ে ফেলুন এই বিশেষ হালুয়া! ভরবে মন সঙ্গে পেটও

Last Updated:

পুজো মানেই পেট পুজো, কিন্তু অনেকেই পুজোয় উপোস করে থাকেন। সেই দিনটা সাধারণত নিরামিষ খেতেই পছন্দ করেন। নিরামিষের দিনে এই হালুয়ার রেসিপিটি করে দেখতে পারেন, পেটও ভরবে সঙ্গে ভরবে মন।

পুজো মানেই পেট পুজো, কিন্তু অনেকেই পুজোয় উপোস করে থাকেন। সেই দিনটা সাধারণত নিরামিষ খেতেই পছন্দ করেন। নিরামিষের দিনে এই হালুয়ার রেসিপিটি করে দেখতে পারেন, পেটও ভরবে সঙ্গে ভরবে মন। দেখে নিন কীভাবে বানাবেন আটার হালুয়া।
উপকরণ
খাঁটি ঘি- ৩-৪ টেবিল চামচ
advertisement
আটা- ১ কাপ
চিনি – ৩-৪ টেবিল চামচ
বাদাম- ৫-৬
কাজুবাদাম – ৪-৫ কিশমিশ- ৮-১০
এলাচ গুঁড়া – আধা চা
চামচ পেস্তা- ৫-৬
advertisement
সারা দিন নিজেকে উদ্যমী এবং ফিট রাখতে আপনিও এই হালুয়া তৈরি করতে পারেন। প্রথমে কড়াইয়ে ঘি দিন। ঘি ভালভাবে গরম হয়ে এলে তাতে আটা দিয়ে মিশিয়ে হালকা করে ভেজে নিন। আঁচ মাঝারি রাখুন, না হলে আটা পুড়ে যেতে পারে। আটা হালকা বাদামি হয়ে এলে প্রয়োজন অনুযায়ী মতো জল দিন।
advertisement
তবে এটা যদি আরও পুষ্টিকর এবং সুস্বাদু করতে চান তবে আপনি জলের পরিবর্তে দুধ ব্যবহার করতে পারেন। তারপর নাড়তে থাকুন, খেয়াল রাখুন যেনও প্যানে লেগে না যায়। দুধ বা জল শুকিয়ে এলে তাতে চিনি দিয়ে নাড়তে থাকুন। তিন-চার মিনিট রান্না করার পর কড়াই আঁচ থেকে নামিয়ে নিন। এরপর এতে ইচ্ছে মতো ড্রাই-ফ্রুট যেমন-পেস্তা, কিশমিশ, বাদাম, কাজুবাদাম ভাল করে মিশিয়ে নিন। তারপর তাতে এলাচ গুঁড়ো দিয়ে ভাল করে মিশিয়ে নিন। ব্যস তৈরি আটার হালুয়া। এই হালুয়া অনেকক্ষণ পেট ভরা রাখবে।
view comments
বাংলা খবর/ খবর/ফুড/
Durga Puja 2023: পুজোয় নিরামিষের দিনগুলোয় এঘেয়ে খাবার না খেয়ে বানিয়ে ফেলুন এই বিশেষ হালুয়া! ভরবে মন সঙ্গে পেটও
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement