Bangla News|| মাত্র ১৮০ টাকায় ১৮ পদের থালি! কলকাতার 'এই' রেস্তোরাঁয় আজ পর্যন্ত চলছে বিশেষ অফার

Last Updated:

Bangla News: মটন, পাবদা-সহ মাত্র ১৮০ টাকায় ১৮ রকমের পদ, ভূতের রাজার থালি খেতে ভোজন রসিকদের ভিড় রেস্তোরায়...

বিশেষ থালি। সংগৃহীত ছবি।
বিশেষ থালি। সংগৃহীত ছবি।
সল্টলেক: 'ভূতের রাজা দিল বর', আর তাই নামমাত্র টাকায় সেই থালি খেতে সল্টলেক, সোদপুরের রেস্টুরেন্টে সকাল থেকে পড়ল ভোজন রসিকদের লম্বা লাইন। লাইনে দাঁড়ানোর হিড়িক দেখে রীতিমতো সোশ্যাল মিডিয়া জুড়েও তৈরি হয়েছে আলোড়ন।
১৮ বছরের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ১৮০ টাকায় ১৮ রকমের মেনু খাওয়াচ্ছে বাঙালি খাবারের এই জনপ্রিয় (ভূতের রাজা দিল বর) রেস্তোরাঁ। আর এই থালির বিশেষ বাঙালি ভোজ খেতে জড়ো হয়েছিলেন উৎসাহী ভোজন রসিকরা। রেস্তোরার বিভিন্ন আউটলেটে ধরা পরে এই একই চিত্র। লাইন পরে সুদূর বিস্তৃত। যা দেখে নেট পাড়ায় তৈরি হয়েছে নানা বিতর্ক। অনেকেই বিষয়টি নিয়ে করছেন খিল্লি তামাশা। খাবার লাইনে এতক্ষণ দাঁড়িয়ে থাকা নিয়েও অনেকে ছুঁড়ে দিচ্ছেন উক্তি।
advertisement
advertisement
আরও পড়ুনঃ আপনার বাড়িতে কি বিএসএনএল ল্যান্ড ফোন আছে? ভবিষ্যতে কী হতে চলেছে? চিন্তায় গ্রাহকরা
তবে কোনও কথায় কান না দিয়ে বিশেষ এই অফারে লাভ তুলতে লাইন দাঁড়াতে দেখা গিয়েছে হুজুগে ভোজন রসিকদের। অনেকের কাছেই এটি প্রকৃত ভূতের রাজার বর দেওয়ার মতন। এত কম টাকায় এত ভাল খাবার যা মিস করা যায় না বলেই জানালেন ভোজন রসিকদের অনেকে।
advertisement
অফারের এই মেনুতে রয়েছে বাসমতি চালের ভাত, ডাল মাখা, ঝুরো আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, কুমড়ো ভাজা, শাক ভাজা, বড়ি দিয়ে শুক্তো, সোনা মুগের ডাল,ডিমের ডেভিল, এঁচোড়ের ডালনা, পটলের ডালনা,পাবদা সর্ষে, কচি পাঁঠার ঝোল, টমেটোর চাটনি, পাঁপড়,পায়েস ও রসগোল্লা। যা চেটেপুটে খেলেন ভোজন রসিক মানুষেরা।
এ দিন লাইনে দাঁড়িয়ে ছিলেন পুরুষ মহিলা নির্বিশেষে বয়স্ক এমন কি কচিকাঁচাদেরও। সুষ্ঠুভাবে ভিড় সামলানোর জন্য ব্যবস্থা করা হয়েছিল কুপনের। নির্দিষ্ট সময়ের পর থেকে দেওয়া হয় কুপন। তারপর ধীরে ধীরে রেস্তোরাঁয় সকলকে প্রবেশ করানোর পরই, চলে আসে বিশেষ এই ভুতের রাজার থালি। ২৪ এবং ২৫শে এপ্রিল দুদিন এই বিশেষ অফারের সুবিধা পাবেন ভোজন রসিকরা বলো রেস্তোরাঁ কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে।
advertisement
Rudra Narayan Roy
view comments
বাংলা খবর/ খবর/ফুড/
Bangla News|| মাত্র ১৮০ টাকায় ১৮ পদের থালি! কলকাতার 'এই' রেস্তোরাঁয় আজ পর্যন্ত চলছে বিশেষ অফার
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement