সৌদি আরবকে উড়িয়ে দিয়ে বিশ্বকাপে দারুণ শুরু আয়োজক রাশিয়ার

Last Updated:

রাশিয়া: ৫ ( গাজিনস্কি-১২', চেরিশেভ-৪৩', ৯০+১', আর্টেম ৭১', গোলোভিন ৯০+৪'), সৌদি আরব: ০

রাশিয়া: ৫ ( গাজিনস্কি-১২', চেরিশেভ-৪৩', ৯০+১', আর্টেম ৭১', গোলোভিন ৯০+৪')
সৌদি আরব: ০
#মস্কো: একটা নয়, দু’টো নয় ৷ একেবারে পাঁচ-পাঁচটা গোল ৷ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে এমন গোলের বন্যা শেষ কোন বছর দেখা গিয়েছে, তা সহজে কেউই মনে করতে পারছে না ৷ আয়োজক রাশিয়া ফেভারিট হলেও এশিয়া ফুটবলের অন্যতম বড় শক্তি সৌদি আরব এদিন অন্তত লড়াই করবে, এমনটাই আশা করা হয়েছিল ৷ কিন্তু কোথায় কী, মস্কোর লুজনিকি স্টেডিয়ামে বৃহস্পতিবার খড়কুটোর মতোই উড়ে গেল সৌদি আরব ৷ ৫-০ গোলে বিধ্বস্ত হল তারা ৷
advertisement
advertisement
মস্কোর লুজনিকি স্টেডিয়ামে এই বিশ্বকাপের প্রথম গোল গাজিনস্কির। রাশিয়ান গোলায় সৌদি আরব উড়ে গেল ৫-০ গোলে। জোড়া গোল করলেন চেরিশেভ। শেষ দিকে গোলের ব্যবধান বাড়ান আর্টেম ও গোলোভিন। প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে ছিল রাশিয়া। দ্বিতীয়ার্ধে আরও তিনটি গোল হজম করে সৌদি আরব ৷
ম্যাচ শুরুর ১২ মিনিটেই গোল করে রাশিয়াকে এগিয়ে দিয়েছিলেন গাজিনস্কি। তার পর থেকে শুধু রাশিয়ারই দাপট দেখলেন দর্শকরা। ম্যাচে আর ঘুরে দাঁড়ানো সম্ভব হয়নি সৌদির ৷ মাঝে কয়েকটা সুযোগ পেলেও তা থেকে গোল আসেনি ৷ ৪৩ মিনিটে রাশিয়ার হয়ে দ্বিতীয় গোলটি করেন চেরিশভ ৷ দ্বিতীয়ার্ধের শেষ দুটো গোল এল অতিরিক্ত সময়ে। পর পর সৌদি আরবের জালে বল জড়ান চেরিশভ ও গোলোভিন।
advertisement
DfqmoHKXcAA6eEw
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
সৌদি আরবকে উড়িয়ে দিয়ে বিশ্বকাপে দারুণ শুরু আয়োজক রাশিয়ার
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement