পুজোয় এবার সাম্প্রদায়িক হানাহানি বন্ধের বার্তা, অস্ত্রবর্জন করলেন দেবদেবীরা
Last Updated:
#বসিরহাট: ধর্ম যার যার, উৎসব হোক সবার। বসিরহাটের নিউ মুন ক্লাবের পুজোয় এবার সাম্প্রদায়িক হানাহানি বন্ধের বার্তা। মণ্ডপে দেখা যাবে, শান্তি বজায় রাখতে অস্ত্র ছেড়েছে অসুরও।
অসুর মানেই তাঁর বীভৎস রূপ। হাতে অস্ত্র। ভয় পাওয়ানো চেহারা। তবে বসিরহাটের নিউ মুন ক্লাবের পুজোয় এবার অস্ত্রছাড়া অসুর। অসুর নিজেই পাহারা দেবে অস্ত্রভাণ্ডারকে। যাতে ওই অস্ত্র হানাহানির কারণ না হয়। এবার পুজোয় সাম্প্রদায়িক বিদ্বেষ বন্ধের বার্তা দিচ্ছে নিউ মুন ক্লাব। এবারের থিম, সর্বশক্তি শতরূপা। ধর্ম যার যার, উৎসব হোক সবার। অস্ত্র বর্জন করে সমাজের মূলস্রোতে ফেরার আহ্বান জানাচ্ছে পুজো কমিটি।
advertisement
পুজোর এবার ৫২ বছর। পোড়ামাটির পাত্র, বাঁশ, কাপড়, ফাইবার দিয়ে চারমাস ধরে তৈরি হচ্ছে মণ্ডপ। এবার নিউ মুন ক্লাবের পুজোর বাজেট আট লক্ষ টাকা। উদ্যোক্তাদের আশা, দর্শকদের ভাল লাগবে মণ্ডপ।
advertisement
Location :
First Published :
September 22, 2019 7:45 PM IST

