রবীন্দ্র সাহিত্যে নারীরা ঠিক যেমন . . .

Last Updated:

রবীন্দ্রনাথ ছাড়া বাঙালি প্রায় অসম্পূর্ণই বলা যায় ৷ অন্য মানুষের মত বাঙালিরও প্রাথমিক চাহিদাগুলি খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা ৷

#কলকাতা: রবীন্দ্রনাথ ছাড়া বাঙালি প্রায় অসম্পূর্ণই বলা যায় ৷ অন্য মানুষের মত বাঙালিরও প্রাথমিক চাহিদাগুলি খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা ৷ তার সঙ্গে বাঙালির আরও একটি প্রাথমিক চাহিদা অজান্তেই যোগ হয়েছে তিনি আর কেউ নন তিনি পরম প্রেমময় রবীন্দ্রনাথ ঠাকুর ৷ আমাদের জীবনে কয়েক লক্ষ ঠাকুরের মধ্যে অন্যতম প্রাণের ঠাকুর রবীন্দ্রনাথ ৷ যৌবনের উপবন থেকে বার্ধক্যের বারাণসী পর্যন্ত যাঁর অবাধ বিচরণ ৷ তিনিই রবীন্দ্রনাথ, আমার রবীন্দ্রনাথ, আপনার রবীন্দ্রনাথ, সবার রবীন্দ্রনাথ ৷
রবীন্দ্রনাথের নায়িকার বেশ সাবলীল, বিচক্ষণ, শিক্ষিতা, মনস্তাস্ত্বিক ও অপার গুণের অধিকারী ৷ যেমন ভাবে ইন্দিরা, চারুলতা, বিনোদিনী, বিমলা, লাবণ্য, মৃন্ময়ী ৷ পত্র সাহিত্য, উপন্যাস, ছোটগল্প, নৃত্যনাট্য সব কিছুতেই এক আলাদা নারীর সন্ধান পাওয়া যায় ৷ রবীন্দ্র সাহিত্যে নায়িকারা বাঁচেন মাথা উঁচু করে বৈধব্য যন্ত্রণা, একাকিত্ব, সামাজিক সঙ্কীর্ণতা কখনই তাঁদের গ্রাস করতে পারেনি ৷
advertisement
বিভিন্ন সময়ে নানা রকমের অনিয়ম বেনিয়মের মধ্যে মাথা তুলে প্রতিবাদ করেছে সে চন্দরাই হোক বা মৃন্ময়ী ৷ নিজের মান সম্মান নিয়ে কখনই আপোস করেনি তারা ৷ রবীন্দ্র সাহিত্যের নায়িকারা কালজয়ী, অনন্যা, দশভূজা, কখনও ডার্লিং, কখনও বা জননী, আবার কখনও মায়ার অন্য নাম ৷ সর্বোপরি নারীর কাছে এক উদাহরণ ৷ রবীন্দ্রনাথ এমন এক ব্যক্তিত্ব যাঁর কাছ থেকে আজানা কোনও কারণে দূরে সরে বারে বারে ফিরে আসতে হয় এক অজানা আকর্ষণে ৷ এমন প্রথাবিরুদ্ধ ব্যক্তিত্বকে বাঙালি ঘরে ঘরে প্রাণের ঠাকুর রূপে পুজো করে থাকেন ৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/ফিচার/
রবীন্দ্র সাহিত্যে নারীরা ঠিক যেমন . . .
Next Article
advertisement
IPL-র ইতিহাসে বিদেশি ক্রিকেটার হিসেবে নয়া রেকর্ড ক্যামেরন গ্রিনের, KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
  • আইপিএল ২০২৬ নিলামে ক্যামেরন গ্রিনকে কলকাতা নাইট রাইডার্স ২৫.২০ কোটি টাকায় দলে নেয়, যা বিদেশি ক্রিকেটার হিসেবে নতুন রেকর্ড. তবে বিসিসিআই নিয়ম অনুযায়ী গ্রিন পাবেন ১৮ কোটি টাকা, বাকি অর্থ ক্রিকেট উন্নয়নে যাবে. গ্রিন ইডেনে খেলার জন্য উচ্ছ্বসিত.

VIEW MORE
advertisement
advertisement