মেট্রো দুর্ঘটনায় মৃত সজল কাঞ্জিলালকে উৎসর্গ করে গায়ে কাঁটা দেওয়া কবিতা লিখলেন কবি সুবোধ সরকার
Last Updated:
#কলকাতা: মেট্রোতে হাত আটকে গেল অ্যাকাডেমি চত্বরে লিটিল ম্যাগাজিন বিক্রেতা সজল কাঞ্জিলালের। পার্কস্ট্রিট মেট্রোতে হাত আটকে গেল সজল কাঞ্জিলালের। মেট্রো টেনে নিয়ে গিয়ে তাঁকে ফেলে দিল লাইনে। অকালে প্রাণ গেল ভদ্রলোকের। এর পর নড়েচড়ে বসল সকলে। কিন্তু সজল আর ফিরে আসবেন না। তাঁর ম্যাগাজিনও আর বিক্রি হবে না। তিনি অ্যাকাডেমি ও নন্দন চত্বরের পরিচিত মুখ। সেখানে গেলেই তাঁর দেখা মিলত। এবার তাঁকে নিয়ে গায়ে কাঁটা দেওয়া কবিতা লিখলেন কবি সুবোধ সরকার। সোশ্যাল মিডিয়ায় সেই কবিতা পোস্ট করলেন খোদ সুবোধ সরকার। পড়ুন কবিতা---