• Home
 • »
 • News
 • »
 • features
 • »
 • মাধ্যমিকে অঙ্কের জন্য শেষ মুহূর্তের Tips

মাধ্যমিকে অঙ্কের জন্য শেষ মুহূর্তের Tips

 • Share this:

  #কলকাতা: অঙ্ক নিয়ে আলাদা ভয় থাকেই ৷ অনেকেই এই বিষয়টি নিয়ে বেশ ভয় পান ৷ কিন্তু অযথা ভয় পাওয়ার কোন প্রয়োজন নেই ৷ কিছু Tips মাথায় রাখলেই অনায়াসেই হবে বাজিমাৎ ৷

  প্রয়োজন শুধু সময় ধরে প্র্যাকটিস করা ৷ যারা ১০০ পাওয়ার জন্যই ঝাঁপাচ্ছে তারা ৩ ঘণ্টার পেপার ২.৩০ঘণ্টায় শেষ করো ৷ সব উত্তরের পর রিভাইজ করা খুবই প্রয়োজন ৷ মেলাতে হবে উত্তর ৷ আর যারা অঙ্কে ভয় পাও, তারা নিজের দুর্বলতাকে বেশি গুরুত্ব দিও না ৷ যেটা পারো, সেটাই ভালভাবে করো ৷ সেটাতেই জোর দাও ৷ অঙ্ক

  অ্যালজেব্রা, ত্রিকোণমিতি তুলনা মূলকভাবে সহজ ৷ এতে নম্বরও পাওয়া যায় ৷ স্ট্যটডার্ড মেজারমেন্ট গুলি মুখস্থ করে নাও ৷ ভাষায় সমস্যা না থাকলে হাইট এন্ড ডিস্টেন্সের অঙ্কের জন্যও সময় কম লাগে ৷ সহজও ৷ একটা ছবি এঁকে তার সঙ্গে অঙ্কটা করো ৷ স্ট্যাটিসটিক্সের মিন মিডিয়ান মোড এগুলি অনুশীলন করলে খুব সহজেই নম্বর উঠবে ৷ এখানে বুদ্ধির প্রয়োজন কম হয় ৷ শুধু ফর্মুলা মুখস্থ করে বসিয়ে দিতে হবে ৷ তাহলেই হবে ৷ অঙ্ক1

  যারা অঙ্ক ভালবাসে তারা পুরো নম্বর পাবে ৷ দেখবে যাতে ছোট ভুল না হয় ৷ জ্যামিতিতেও পুরো নম্বর পাওয়া যাবে ৷ গতবারে যে সম্পাদ্য এসেছে সেটা নাও আসতে পারে ৷ এমন কিছু মাথায় রাখলেই পুরো নম্বর পাওয়া যাবে ৷ অঙ্ক2

  পাটিগণিতে এককটা মাথায় রাখতে হবে ৷ সেন্টিমিটার আর মিটারে গুলিয়ে ফললেই সমস্যা ৷ আবার দেওয়া আছে ব্যাস আর লিখছ ব্যাসার্ধ, এমন ভুলও হয় ৷ এখানেও একটু সাবধান থাকতে হবে ৷ অঙ্ক3

  অঙ্ক4

  হলের জন্য কিছু টিপস-                                                                                                        অনেক ছোট প্রশ্ন থাকে ৷ নিজের মতো করে এর উত্তর করো ৷ এমন নয় যে যেটা প্রথমে আছে, সেটা প্রথমেই করতে হবে ৷ যেটা নিজে একেবারে জানো, সেটা আগে উত্তর করো ৷ তাহলেই দেখবে মনের জোর অনেকটাই বাড়ছে ৷ সতর্ক থাকলেই দেখবে ছোট ছোট ভুল হবে না ৷ অঙ্ক5

   
  First published: