মাধ্যমিকে অঙ্কের জন্য শেষ মুহূর্তের Tips

Last Updated:
#কলকাতা: অঙ্ক নিয়ে আলাদা ভয় থাকেই ৷ অনেকেই এই বিষয়টি নিয়ে বেশ ভয় পান ৷ কিন্তু অযথা ভয় পাওয়ার কোন প্রয়োজন নেই ৷ কিছু Tips মাথায় রাখলেই অনায়াসেই হবে বাজিমাৎ ৷
প্রয়োজন শুধু সময় ধরে প্র্যাকটিস করা ৷ যারা ১০০ পাওয়ার জন্যই ঝাঁপাচ্ছে তারা ৩ ঘণ্টার পেপার ২.৩০ঘণ্টায় শেষ করো ৷ সব উত্তরের পর রিভাইজ করা খুবই প্রয়োজন ৷ মেলাতে হবে উত্তর ৷ আর যারা অঙ্কে ভয় পাও, তারা নিজের দুর্বলতাকে বেশি গুরুত্ব দিও না ৷ যেটা পারো, সেটাই ভালভাবে করো ৷ সেটাতেই জোর দাও ৷ অঙ্ক
advertisement
অ্যালজেব্রা, ত্রিকোণমিতি তুলনা মূলকভাবে সহজ ৷ এতে নম্বরও পাওয়া যায় ৷ স্ট্যটডার্ড মেজারমেন্ট গুলি মুখস্থ করে নাও ৷ ভাষায় সমস্যা না থাকলে হাইট এন্ড ডিস্টেন্সের অঙ্কের জন্যও সময় কম লাগে ৷ সহজও ৷ একটা ছবি এঁকে তার সঙ্গে অঙ্কটা করো ৷ স্ট্যাটিসটিক্সের মিন মিডিয়ান মোড এগুলি অনুশীলন করলে খুব সহজেই নম্বর উঠবে ৷ এখানে বুদ্ধির প্রয়োজন কম হয় ৷ শুধু ফর্মুলা মুখস্থ করে বসিয়ে দিতে হবে ৷ তাহলেই হবে ৷ অঙ্ক1
advertisement
advertisement
যারা অঙ্ক ভালবাসে তারা পুরো নম্বর পাবে ৷ দেখবে যাতে ছোট ভুল না হয় ৷ জ্যামিতিতেও পুরো নম্বর পাওয়া যাবে ৷ গতবারে যে সম্পাদ্য এসেছে সেটা নাও আসতে পারে ৷ এমন কিছু মাথায় রাখলেই পুরো নম্বর পাওয়া যাবে ৷ অঙ্ক2
advertisement
পাটিগণিতে এককটা মাথায় রাখতে হবে ৷ সেন্টিমিটার আর মিটারে গুলিয়ে ফললেই সমস্যা ৷ আবার দেওয়া আছে ব্যাস আর লিখছ ব্যাসার্ধ, এমন ভুলও হয় ৷ এখানেও একটু সাবধান থাকতে হবে ৷ অঙ্ক3
অঙ্ক4
advertisement
হলের জন্য কিছু টিপস-                                                                                                        অনেক ছোট প্রশ্ন থাকে ৷ নিজের মতো করে এর উত্তর করো ৷ এমন নয় যে যেটা প্রথমে আছে, সেটা প্রথমেই করতে হবে ৷ যেটা নিজে একেবারে জানো, সেটা আগে উত্তর করো ৷ তাহলেই দেখবে মনের জোর অনেকটাই বাড়ছে ৷ সতর্ক থাকলেই দেখবে ছোট ছোট ভুল হবে না ৷ অঙ্ক5
view comments
বাংলা খবর/ খবর/ফিচার/
মাধ্যমিকে অঙ্কের জন্য শেষ মুহূর্তের Tips
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement