মাধ্যমিকে জীবন বিজ্ঞানের জন্য শেষ মুহূর্তের Tips

Last Updated:
#কলকাতা: বিজ্ঞান এমন একটা বিষয়, যাতে কিনা চেষ্টা করলেই পাওয়া যায় ফুলমার্কস ৷ তবে এতদিন একথা খাটত শুধুমাত্র অঙ্কের ক্ষেত্রেই ৷ তবে শুধু অঙ্ক নয়, জীবন বিজ্ঞানেও ফুলমার্কস পেতে পারে ছাত্র-ছাত্রীরা ৷ কীভাবে ? সেই টিপসই দিচ্ছেন শিক্ষিকা ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায় ৷
নজরে থাকুক--
  • জীবন বিজ্ঞানে ভালো নম্বর পেতে প্রথমে মাথায় রাখতে হবে কত শব্দ সংখ্যা ৷ শব্দ সংখ্যাকে মাথায় রেখে এমনভাবে উত্তর করতে হবে, যাতে কোনও পয়েন্ট মিস না যায় ৷
  • মন দিয়ে পড়তে হবে প্রশ্নপত্র ৷ ঠিক যা জানতে চাওয়া হচ্ছে, তাই লেখা উচিত ৷
  • পরীক্ষা শুরুর ১৫ মিনিট আগে প্রশ্নপত্র দেওয়া হয় ৷ এই সময়টাকে কাজে লাগাতে হবে ৷ বুঝে নিতে হবে কী কী চাওয়া হচ্ছে প্রশ্নপত্রে ৷
advertisement
advertisement
মাল্টিপল চয়েসের প্রশ্ন আলাদা আলাদা না করে একসঙ্গে করে নেওয়াই উচিত ৷
life 1
  • প্রত্যেক গ্রুপের প্রশ্নের উত্তর, পর পর করা উচিত ৷ উত্তর লেখার সময় বার বার এক গ্রুপ থেকে আরেক গ্রুপে গেলে অসুবিধা হতে পারে ৷ এতে পরীক্ষকেরও খাতা দেখতে সুবিধা ৷
  • একটা প্রশ্নের উত্তর শেষ করে, কিছুটা জায়গা ছেড়ে পরের উত্তর লেখা উচিত ৷
  • প্রয়োজন ছাড়া না আঁকাই ভালো ৷ প্রশ্নপত্রে স্পষ্ট উল্লেখই থাকবে ছবি আঁকার ব্যাপারে ৷
  • টু দ্য পয়েন্ট উত্তর লেখাতেই মন দিতে হবে ৷ অযথা লেখা উচিত নয় ৷
  • মাধ্যমিক মানে পুরোটাই পড়া ৷ কোনও কিছুকেই কম গুরুত্ব দেওয়া চলবে না ৷
advertisement
life 2
  • পুরো বইটা ভালো করে পড়লেই হল ৷ সাজেশনের পিছনে না দৌঁড়নোই উচিত ৷
  • ৫ নম্বরের প্রশ্নের টুকরো প্রশ্নে, প্রত্যেকটির ক্ষেত্রে হেডিং ব্যবহার করা উচিত ৷
view comments
বাংলা খবর/ খবর/ফিচার/
মাধ্যমিকে জীবন বিজ্ঞানের জন্য শেষ মুহূর্তের Tips
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement