রানি রাসমণির নির্দেশে তৈরি হল ঝকঝকে রুপোর রথ, খরচের বহর মাথা ঘুরিয়ে দেওয়ার মতো

Last Updated:
#কলকাতা: জানবাজারের জমিদার বাড়ির তখন বাংলাজোড়া নাম-যশ-খ্যাতি ৷ বাংলার প্রায় সর্বত্র ছড়িয়েছিল তাঁদের জমিদারি ৷ রানি রাসমণির স্বামী রাজচন্দ্র যা করতেন নিঃশব্দে ৷ কোনও হম্বিতম্বি ছিল না ৷ এই সব বিরাট বিষয়আশয় সমস্ত কিছু এসে পড়ল রাসমণির হাতে ৷ স্বামী যতদিন ছিলেন, ততদিন তিনি ঘোমটা টানা আদুরে একটি গৃহবধূটি হয়ে ছিলেন না ৷ স্বামীর সুযোগ্য সহধর্মিনী ছিলেন তিনি ৷
রাসমণির মধ্যে সত্ব আর রজোগুণের অদ্ভুত এক মিশ্রণ ঘটেছিল ৷ খুবই আচার পরায়ম ছিলেন ৷ ব্রহ্মচারিণীর মতো জীবনযাপন, আহারাদিতে ছিল কঠোরতা ৷ সামান্যতম ভোগ-বিলাসিতা ছিল না তাঁর মধ্যে ৷ আবার যখন তেজস্বিনী তখন তাঁর সামনে মাথা তুলে দাঁড়াবার ক্ষমতা ছিল না কারও ৷ এমনকী ফিরিঙ্গিদেরও নয় ৷ তাঁর রাজসিকতার প্রকাশ ঘটত বড় বড় উৎসবে ৷ খুব ঘটা করে পুজো উৎসবাদি করতেন ৷ শহরের মানুষের চোখ ধাঁধিয়ে যেত ৷ রানির কথা ছিল, যা হবে কখনও ছোটখাটো হবে না ৷ সকলকে নিয়ে উৎসব ৷ আর উৎসব উপলক্ষ্যে যতোটা পারা যায় মানুষের সেবা করার প্রবণতা ৷ ‘আমি এক রানি, যে সদাই তোমাদের পাশে আছে৷’
advertisement
একদিন তাঁর প্রিয় জামাতা মথুরমোহনকে ডেকে বললেন, ‘‘মথুর, আমার ইচ্ছে হয়েছে রুপোর রথ আরোহণ করিয়ে প্রভুকে কলকাতার রাজপথে ভ্রমণ করাবো ৷ ঝকঝকে রুপোর রথ ৷’’ মথুর বললেন, ‘‘ঠিক আছে ৷ আমি আজই বিখ্যাত সাহেব জহুরী হ্যামিলটন কোম্পানিতে অর্ডার দিয়ে দিচ্ছি ৷’’ রানি মৃদু হেসে মিষ্টি গলায় বললেন, ‘‘দেশি কারিগর থাকতে বিদেশি কারিগর থাকতে বিদেশির কাছে যাবে কেন?’’
advertisement
advertisement
মথুরমোহন কলকাতার উদীয়মান বড়লোক ৷ ইংরেজি শিক্ষায় শিক্ষিত ৷ প্রিন্সের বন্ধু ৷ একটু থমকে গেলেন ৷ বললেন, ‘‘বেশ তাই হোক’৷ দেশি কারিগর ডাকা হল ৷ ঠিক সময়ে রথ প্রস্তুত ৷ প্রভূত আড়ম্বর স্নানযাত্রার দিন রথ প্রতিষ্ঠা হল ৷ তৈরি করতে যা খরচ হল সেকালের হিসেবে মাথা ঘুরে যাওয়ার মতো ৷ এক লক্ষ বাইশ হাজার একশো পনেরো টাকা ৷ রথের দিন জামাইরা খালি পায়ে রথের আগে আগে চললেন ৷ রানির নাতি-নাতনিরা বিভিন্ন রকম গাড়ি চড়ে রথের পিছনে, এরপরে বিরাট শোভাযাত্রা ৷ কলকাতার মানুষ একটা সমারোহ দেখল বটে!
view comments
বাংলা খবর/ খবর/ফিচার/
রানি রাসমণির নির্দেশে তৈরি হল ঝকঝকে রুপোর রথ, খরচের বহর মাথা ঘুরিয়ে দেওয়ার মতো
Next Article
advertisement
Burdwan News: বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
  • বর্ধমান মাতালেন হোসে রামিরেজ ব্যারেটো এবং বাইচুং ভুটিয়া। তাঁদের নাম এখনও ফুটবল প্রেমীদের মুখে মুখে ফেরে। সেই কিংবদন্তি ফুটবলারদের অতীত দিনের ঝলক আবার দেখা গেল বর্ধমানে। মাঠভর্তি দর্শক উপভোগ করল তাঁদের উদ্যম, উদ্দীপনা।

VIEW MORE
advertisement
advertisement