Exclusive: ‘গানের রেকর্ডিং করতে কলকাতায় যেতে পারব না’, সত্যজিৎ রায়কে চিঠিতে জানিয়ে ছিলেন কিশোরকুমার

Last Updated:

সত্যজিৎ রায়ের ঘরে ঢুকে বেশ কিছু জিনিস উল্টে পাল্টে দেখার সময তিনি খুঁজে পেলেন বেশ কিছু ছবির নেগেটিভ।

#কলকাতা: দিনটা ছিল ২ মে। অর্থাৎ সত্যজিৎ রায়ের জন্মদিন।প্রতিবছর এই দিনটাতে বিশপ লেফ্রয় রোডের বাড়িতে প্রচুর মানুষ আসেন মানিকবাবুকে শ্রদ্ধা জানাতে।তবে এই বছরটা ছিল একেবারেই আলাদা। লকডাউনের কারণে কেউই আসতে পারেননি এই বছর। তবে এই  দিনটিতেই একটা দারুণ জিনিস খুঁজে পেলেন সন্দীপ রায়।
সত্যজিৎ রায়ের ঘরে ঢুকে বেশ কিছু জিনিস উল্টে পাল্টে দেখার সময তিনি খুঁজে পেলেন বেশ কিছু ছবির নেগেটিভ। আর তার সঙ্গে খুঁজে পেলেন একটি দুর্লভ চিঠি। কিশোর কুমার গাঙ্গুলীর লেখা এক চিঠি মানিকবাবুকে। ১৯৬৩ সালের ৪ঠা নভেম্বর। চারুলতার জন্য কিশোর কুমারকে দিয়ে গান গাওয়াতে চান মানিকবাবু। 'আমি চিনি গো চিনি তোমারে'....….এই বিষয়ে আগে ফোনে কথাও হয়েছিল দুজনের। পরে উত্তরে এই চিঠি পাঠান কিশোরে কুমার। মানিকবাবু চেয়েছিলেন কিশোরে কুমার কলকাতায় এসে এই গানটি রেকর্ড করে যান। কিন্তু নিজের ব্যস্ততার কারণে তা সম্ভব নয় বলেই চিঠিতে জানান কিশোর কুমার।
advertisement
Photo Credit: Amit Kumar and Sandip Ray Photo Credit: Amit Kumar and Sandip Ray
advertisement
চিঠিতে কিশোরে কুমার লেখেন 'এটা দারুন ব্যপার যে তুমি আমাকে তোমার ছবির জন্য গাইতে বলছ। তোমার পরিচালনায় আমি গান গাইব এটা সত্যি আমার কাছে ভীষণ আনন্দের। আজকাল আমি কোনও শিল্পীর জন্য গান গাই না। তবে তুমি বলছ বলে আমি সেটা করতে রাজি। HMV'-এর  রয়্যালটি ছাড়া আমার পারিশ্রমিক তুমি যা দেবে আমি তাতেই খুশি। তবে তুমি যদি আমাকে বল কলকাতায় এসে রেকর্ডিং করতে সেটা আমার পক্ষে সম্ভব হবে না। তার কারণ এই মাসে আমি প্রায় সব দিনই শুটিংয়ে ব্যস্ত থাকব। গত সপ্তাহে হরিদ্বার থেকে মাও এসে রয়েছেন আমার কাছে। তাঁর শারীরিক অসুস্থতার কারণে তাঁকে ছেড়ে শহরের বাইরেও যাওয়া উচিত হবে না। এই পরিস্থিতিতে বরং তুমি যদি রেকর্ডিংটা বম্বেতে কর, আমার সুবিধে হবে। এই মাসের ২৬ তেকে ৩০ তারিখের মধ্যে করা যেতে পারে। তুমি আমার বাড়িতেই থেকো। মঙ্কুমাসিকেও সঙ্গে এনো। আশা করি তোমার কোনও অসুবিধে হবে না। যত কমে সম্ভব হয় আমি তোমার জন্য বম্বের রেকর্ডিং হাউসে ব্যবস্থা করে রাখব। মঙ্কু মাসি, খোকন সব কেমন আছেন? ইতি কিশোর।'
advertisement
আমি চিনি গো চিনি গানের রেকর্ডিংয়ে সত্যজিৎ রায় ও কিশোরকুমার আমি চিনি গো চিনি গানের রেকর্ডিংয়ে সত্যজিৎ রায় ও কিশোরকুমার
চিঠিটি বেশ চমকপ্রদ হলেও পাঠকদের মনে একটাই প্রশ্ন ঘুরেতে পারে, মঙ্কুমাসি কে? যার কথা বার বার বলছেন কিশোর কুমার? আসলে রায় পরিবার ও গঙ্গোপাধ্যায় পরিবারের মধ্যে একটা দারুণ সম্পর্ক আছে। সেটা কি? কিশোর কুমারের স্ত্রী রুমা গুহ ঠাকুরতার  ছোট মাসি ছিলেন বিজয়া রায় অর্থাৎ মানিকবাবুর স্ত্রী। সেই জন্যই বিজয়া রায়কে মঙ্কুমাসি বলেই উল্লেখ করেছেন কিশোরে কুমার। আর খোকন অর্থাৎ ছোট সন্দীপ রায়। মানিক বাবুর ছেলে। লকডাউন আমাদের সত্যি একটা করুণ পরিস্থিতিতে ফেলেছে। কিন্তু এই থমকে যাওয়া সময়ই আবার আমাদের কত কিছু ফিরিয়েও দিচ্ছে। এই চিঠি তাই প্রমাণ করে।
view comments
বাংলা খবর/ খবর/ফিচার/
Exclusive: ‘গানের রেকর্ডিং করতে কলকাতায় যেতে পারব না’, সত্যজিৎ রায়কে চিঠিতে জানিয়ে ছিলেন কিশোরকুমার
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement