Mumbai 26/11: ‘এক কাপ চা আমার প্রাণ বাঁচিয়েছে সেদিন ’

Last Updated:

দশটা বছর পেরিয়ে গিয়েছে ৷ এখনও নভেম্বরের ২৬ তারিখ আসলেই চোখের সামনে ভেসে ওঠে সেই বিভৎসতা ৷ রক্তে ভেসে যাচ্ছে মুম্বইয়ের রাজপথ ৷ গোটা এলাকায় আগুনের কালো ধোঁয়া ৷ আর্তনাদ, চিৎকার, কান্না ৷ ১০ বছর কেটে গেলেও, সেই দিনটার কথা ভেবে এখনও কেঁপে ওঠে অবিনাশের বুক

প্রতিবেদন: প্রণয় ভোর
#মুম্বই: দশটা বছর পেরিয়ে গিয়েছে ৷ এখনও নভেম্বরের ২৬ তারিখ আসলেই চোখের সামনে ভেসে ওঠে সেই বিভৎসতা ৷ রক্তে ভেসে যাচ্ছে মুম্বইয়ের রাজপথ ৷ গোটা এলাকায় আগুনের কালো ধোঁয়া ৷ আর্তনাদ, চিৎকার, কান্না ৷ ১০ বছর কেটে গেলেও, সেই দিনটার কথা ভেবে এখনও কেঁপে ওঠে অবিনাশের বুক ৷ অবিনাশ, মুম্বইয়ের ছত্রপতি শিবাজী টার্মিনাসের বাইরে খবরের কাগজ বিক্রি করে সে ৷ এখনও নিয়মিত সকাল থেকে বিকেল টার্মিনাসের সামনে মাটিতে বসে থাকে থাকে সাজানো খবর কাগজের মাঝে বসে রোজগার করে চলেছে অবিনাশ ৷ ২০০৮ সালের ২৬ নভেম্বরও অবিনাশ একই কাজ করছিল ৷ কিন্তু হঠাৎই যেন সব বদলে গেল নিমেশের মধ্যে ৷ সে দিনের কথা বলতে গিয়ে আজও অবিনাশ কেমন যেন থমকে যায় ৷
advertisement
kash2
advertisement
আর শুধুই বলে, ‘এক কাপ চা আমার প্রাণ বাঁচিয়েছে ৷ সেদিন যদি বন্ধুর কথা না শুনতাম...’ ৷ ১০ বছর আগে এদিনে ঠিক কী ঘটেছিল অবিনাশের সঙ্গে?
একটু থমকে গেল অবিনাশ ৷ অবিনাশের চোখের ভিতর জমে উঠল জল ৷ তারপর বলতে শুরু করল,
advertisement
রাত তখন সাড়ে ৯ টা ৷ অন্য দিনের মতো আমি আমার দোকান গোছাছিলাম ৷ খবরের কাগজ ও ম্যাগাজিনগুলোকে আমার ব্যাগের ভিতর ভরছিলাম ৷ গোছানো শেষে বাইরে বের হতে যাব, ঠিক এই সময়ই আমার এক বন্ধু আমাকে বলল, ‘চল একটা চা খাই ৷’ প্রথমে বন্ধুকে আমি না করি ৷ কিন্তু হঠাৎ কি মনে হল, বন্ধুর চা খাওয়ার প্রস্তাবটা নিয়েই ফেললাম ! এখন ভাবি যদি সেদিন না করতাম, তাহলে কী হতো ৷
advertisement
কিছুক্ষণ যেন চুপ করে রইলেন অবিনাশ, তারপর আবার শুরু করলেন...
এখনও স্পষ্ট মনে আছে ৷ চা খেয়ে আমি আসতে আসতে এক প্ল্যাটফর্ম থেকে অন্য প্ল্যাটফর্মের দিকে হাঁটা দিলাম ৷ তখন দেখি, প্রচুর লোকজন ছোটাছুটি শুরু করে দিয়েছে ৷ চিৎকার করছে ৷ কান্নাকাটি করছে ৷ আমি কিছুই বুঝতে পারছিলাম না৷ হঠাৎ কানে আসে ফায়ারিংয়ের আওয়াজ ৷ আমি চট করে বাইরে বেরিয়ে আসি ৷ চোখের সামনে দেখি, আগুন জ্বলছে চারিদিকে৷ একের পর এক মৃতদেহ লুটিয়ে রয়েছে রাস্তায় ৷ আমি ভয় পেয়ে গেছিলাম ৷ হঠাৎ চোখের সামনে দিয়ে কাসাভ হেঁটে চলে যায় ৷ খুব কাছ থেকে দেখেছিলাম তাকে ৷  সেদিন মৃত্যুকে খুব কাছ থেকেই দেখেছিলাম ৷ এখনও ভুলতে পারেনি সেই রাত !
advertisement
দীর্ঘ নিশ্বাস ফেলে অবিনাশ ৷ চোখের জল মুছে আবার বলতে থাকে...
‘আমার সেই চায়ের বন্ধুর কিন্তু প্রাণ রক্ষা হয়নি ৷ কাসবের হাতেই মারা গিয়েছে সে ৷ কিন্তু সেই বন্ধুর চায়ের প্রস্তাবেই আজ বেঁচে আছি আমি...’
বিহারের বাসিন্দা অবিনাশ, সেই ঘটনার পড়ে কিছুদিনের জন্য স্তব্ধ হয়ে গেলেও, মুম্বই ছেড়ে চলে যাননি ৷ বরং এখনও অবিনাশ সেই ছত্রপতি শিবাজী টার্মিনাসেই খবরের কাগজ বিক্রি করে চলেছেন ৷ যদিও তার বন্ধু আজ পাশে নেই !
advertisement
বাংলা খবর/ খবর/ফিচার/
Mumbai 26/11: ‘এক কাপ চা আমার প্রাণ বাঁচিয়েছে সেদিন ’
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement