Mumbai 26/11: ‘এক কাপ চা আমার প্রাণ বাঁচিয়েছে সেদিন ’
Last Updated:
দশটা বছর পেরিয়ে গিয়েছে ৷ এখনও নভেম্বরের ২৬ তারিখ আসলেই চোখের সামনে ভেসে ওঠে সেই বিভৎসতা ৷ রক্তে ভেসে যাচ্ছে মুম্বইয়ের রাজপথ ৷ গোটা এলাকায় আগুনের কালো ধোঁয়া ৷ আর্তনাদ, চিৎকার, কান্না ৷ ১০ বছর কেটে গেলেও, সেই দিনটার কথা ভেবে এখনও কেঁপে ওঠে অবিনাশের বুক
প্রতিবেদন: প্রণয় ভোর
#মুম্বই: দশটা বছর পেরিয়ে গিয়েছে ৷ এখনও নভেম্বরের ২৬ তারিখ আসলেই চোখের সামনে ভেসে ওঠে সেই বিভৎসতা ৷ রক্তে ভেসে যাচ্ছে মুম্বইয়ের রাজপথ ৷ গোটা এলাকায় আগুনের কালো ধোঁয়া ৷ আর্তনাদ, চিৎকার, কান্না ৷ ১০ বছর কেটে গেলেও, সেই দিনটার কথা ভেবে এখনও কেঁপে ওঠে অবিনাশের বুক ৷ অবিনাশ, মুম্বইয়ের ছত্রপতি শিবাজী টার্মিনাসের বাইরে খবরের কাগজ বিক্রি করে সে ৷ এখনও নিয়মিত সকাল থেকে বিকেল টার্মিনাসের সামনে মাটিতে বসে থাকে থাকে সাজানো খবর কাগজের মাঝে বসে রোজগার করে চলেছে অবিনাশ ৷ ২০০৮ সালের ২৬ নভেম্বরও অবিনাশ একই কাজ করছিল ৷ কিন্তু হঠাৎই যেন সব বদলে গেল নিমেশের মধ্যে ৷ সে দিনের কথা বলতে গিয়ে আজও অবিনাশ কেমন যেন থমকে যায় ৷
advertisement
advertisement
আর শুধুই বলে, ‘এক কাপ চা আমার প্রাণ বাঁচিয়েছে ৷ সেদিন যদি বন্ধুর কথা না শুনতাম...’ ৷ ১০ বছর আগে এদিনে ঠিক কী ঘটেছিল অবিনাশের সঙ্গে?একটু থমকে গেল অবিনাশ ৷ অবিনাশের চোখের ভিতর জমে উঠল জল ৷ তারপর বলতে শুরু করল,
advertisement
রাত তখন সাড়ে ৯ টা ৷ অন্য দিনের মতো আমি আমার দোকান গোছাছিলাম ৷ খবরের কাগজ ও ম্যাগাজিনগুলোকে আমার ব্যাগের ভিতর ভরছিলাম ৷ গোছানো শেষে বাইরে বের হতে যাব, ঠিক এই সময়ই আমার এক বন্ধু আমাকে বলল, ‘চল একটা চা খাই ৷’ প্রথমে বন্ধুকে আমি না করি ৷ কিন্তু হঠাৎ কি মনে হল, বন্ধুর চা খাওয়ার প্রস্তাবটা নিয়েই ফেললাম ! এখন ভাবি যদি সেদিন না করতাম, তাহলে কী হতো ৷advertisement
কিছুক্ষণ যেন চুপ করে রইলেন অবিনাশ, তারপর আবার শুরু করলেন...
এখনও স্পষ্ট মনে আছে ৷ চা খেয়ে আমি আসতে আসতে এক প্ল্যাটফর্ম থেকে অন্য প্ল্যাটফর্মের দিকে হাঁটা দিলাম ৷ তখন দেখি, প্রচুর লোকজন ছোটাছুটি শুরু করে দিয়েছে ৷ চিৎকার করছে ৷ কান্নাকাটি করছে ৷ আমি কিছুই বুঝতে পারছিলাম না৷ হঠাৎ কানে আসে ফায়ারিংয়ের আওয়াজ ৷ আমি চট করে বাইরে বেরিয়ে আসি ৷ চোখের সামনে দেখি, আগুন জ্বলছে চারিদিকে৷ একের পর এক মৃতদেহ লুটিয়ে রয়েছে রাস্তায় ৷ আমি ভয় পেয়ে গেছিলাম ৷ হঠাৎ চোখের সামনে দিয়ে কাসাভ হেঁটে চলে যায় ৷ খুব কাছ থেকে দেখেছিলাম তাকে ৷ সেদিন মৃত্যুকে খুব কাছ থেকেই দেখেছিলাম ৷ এখনও ভুলতে পারেনি সেই রাত !advertisement
দীর্ঘ নিশ্বাস ফেলে অবিনাশ ৷ চোখের জল মুছে আবার বলতে থাকে...
‘আমার সেই চায়ের বন্ধুর কিন্তু প্রাণ রক্ষা হয়নি ৷ কাসবের হাতেই মারা গিয়েছে সে ৷ কিন্তু সেই বন্ধুর চায়ের প্রস্তাবেই আজ বেঁচে আছি আমি...’বিহারের বাসিন্দা অবিনাশ, সেই ঘটনার পড়ে কিছুদিনের জন্য স্তব্ধ হয়ে গেলেও, মুম্বই ছেড়ে চলে যাননি ৷ বরং এখনও অবিনাশ সেই ছত্রপতি শিবাজী টার্মিনাসেই খবরের কাগজ বিক্রি করে চলেছেন ৷ যদিও তার বন্ধু আজ পাশে নেই !
advertisement
.quote-box { font-size: 18px; line-height: 28px; color: #767676; padding: 15px 0 0 90px; width:70%; margin:auto; position: relative; font-style: italic; font-weight: bold; }
.quote-box img { position: absolute; top: 0; left: 30px; width: 50px; }
.special-text { font-size: 18px; line-height: 28px; color: #505050; margin: 20px 40px 0px 100px; border-left: 8px solid #ee1b24; padding: 10px 10px 10px 30px; font-style: italic; font-weight: bold; }
.quote-box .quote-nam{font-size:16px; color:#5f5f5f; padding-top:30px; text-align:right; font-weight:normal}
.quote-box .quote-nam span{font-weight:bold; color:#ee1b24}
@media only screen and (max-width:740px) {
.quote-box {font-size: 16px; line-height: 24px; color: #505050; margin-top: 30px; padding: 0px 20px 0px 45px; position: relative; font-style: italic; font-weight: bold; }
.special-text{font-size:18px; line-height:28px; color:#505050; margin:20px 40px 0px 20px; border-left:8px solid #ee1b24; padding:10px 10px 10px 15px; font-style:italic; font-weight:bold}
.quote-box img{width:30px; left:6px}
.quote-box .quote-nam{font-size:16px; color:#5f5f5f; padding-top:30px; text-align:right; font-weight:normal}
.quote-box .quote-nam span{font-weight:bold; color:#ee1b24}
}
Location :
First Published :
November 26, 2018 2:51 PM IST


