আমার প্রিয় ইন্দিরা
কী লিখব আর কী লিখব না, সেটা ঠিক করা ভারি মুশকিল। তবে যখনই তুমি সংশয়ে থাকবে, তখন একটা বিষয় আমি তোমায় মাথায় রাখতে বলব। কখনও লুকিয়ে কিছু করবে না, বা এমন কিছু করবে না যা লুকিয়ে রাখতে ইচ্ছা করে। মনের মধ্যে লুকিয়ে রাখার ইচ্ছা থাকা মানেই তুমি ভয় পাচ্ছো। ভয় পাচ্ছো খারাপ কিছু বা এমন কিছু নিয়ে যা তোমার করা উচিত না। তাই, সাহস রাখো মনে। তাহলে বাকি সব কিছু এমনই হবে।
তুমি নিশ্চয়ই জানো, বাপুজির নেতৃত্বে চলা স্বাধীনতা সংগ্রামে কোনও কিছু গোপন করার বিষয় ছিল না। আমরাও কিচ্ছু গোপন করিনি। আমি যা করতাম, বা যা বলতাম নিয়ে বিন্দুমাত্র ভয় আমাদের মধ্যে ছিল না। আমরা সূর্যের আলোয়, সবার সামনে কাজ করতাম। ব্যক্তিগত জীবনেও আলোর সঙ্গেই আমাদের বন্ধুত্ব হয়েছিল, আমরা কিছুই গোপনে করতাম না। তুমিও যদি আমার মতো হও, তাহলে তুমিও আলোর এক সন্তানরূপে বড় হবে। যে পরিস্থিতি আসুক তুমি অকুতভয়, বুদ্ধিমান ও এক্যবদ্ধ থাকবে নিজের মধ্যে।
তোমার প্রিয় বাবা
জওহরলাল নেহরু