বেহালা ক্লাবে এবার দুর্গাপুজোয় টুসু, ভাদু, গাজন, চড়কের মত পার্বনের স্বাদ

Last Updated:

বাঙালির সবচেয়ে বড় পার্বন দুর্গাপুজোয় টুসু, ভাদু, গাজন, চড়কের মত পার্বনের স্বাদ দিচ্ছে বেহালা ক্লাব।

#কলকাতা: বাঙালির বারো মাসে তেরো পার্বন। কয়েকটি পার্বন অস্তিত্ব টিকিয়ে রেখেছে গ্রাম বাংলায়। তবে শহুরে জীবনের থেকে দূরে চলে গিয়েছে অনেক পার্বনই। বাঙালির সবচেয়ে বড় পার্বন দুর্গাপুজোয় টুসু, ভাদু, গাজন, চড়কের মত পার্বনের স্বাদ দিচ্ছে বেহালা ক্লাব।
বাঙালির প্রাণের পুজো। আর বাঙালির বারো মাসে তেরো পরব। পরবগুলো তাই প্রাণের। দুর্গাপুজোয় এবার প্রাণের পরবের কথা শোনাবে বেহালা ক্লাব। তেরো পরবের অনেক কথাই জানে না আজকের প্রজন্ম। গ্রামবাংলা যখন ভাদু গানে মাথা দোলায়, শহরে তখন ব্যস্ততার কোলাহল। কৃষকের মুখে টুসু উৎসবে হাসি ফোটে। শহরের কতটা তা জানে? চৈত্র সংক্রান্তিতে চড়ক, গাজনের পুজো হয়। কর্পোরেট জীবনে এইসব উৎসবের অস্তিত্ব সংকটে। তাই বেহালা ক্লাবের মণ্ডপে ভাদু, টুসু, গাজন, চড়কের মেলাগুলো গল্প বলবে।
advertisement
হাতা, খুন্তি, কড়াই, বালতি, তালার মত নিত্য প্রয়োজনীয় জিনিস দিয়ে সাজছে মণ্ডপ। বেহালা ক্লাবের পুজোর এবার পঁচাত্তর বছর। ১৮ বছর ধরে থিম পুজোর পথে হাঁটা। এবারেও প্রাচীন উ‍ৎসবের স্বাদে বাঙালির ভাললাগা বাড়বে। আশা উদ্যোক্তাদের।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/ফিচার/
বেহালা ক্লাবে এবার দুর্গাপুজোয় টুসু, ভাদু, গাজন, চড়কের মত পার্বনের স্বাদ
Next Article
advertisement
Samir Putatunda: প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
  • প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড৷

  • ৭৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ৷

  • শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

VIEW MORE
advertisement
advertisement