টালা বারোয়ারির পুজোয় এবার কঞ্চি-বেতের সাজ...

Last Updated:

উত্তর কলকাতার অন্যতম বড় গ্ল্যামার টালা বারোয়ারির ভাবনায় সোনায় মোড়া নিরানব্বই

#টালা: আদি কলকাতার শশীভূষণ চ্যাট্টার্জি লেন। গত আটানব্বই বছর টালা বারোয়ারির ঠিকানা। আজ থেকে চোদ্দ বছর আগে পরিবর্তনের নেশায় সাবেক থেকে থিমে রূপান্তর। তারপর ইতিহাস...। পুজোর দিনে বাংলার দূরপ্রান্ত থেকে মানুষ আসেন টালা বারোয়ারির মণ্ডপে। স্বাভাবিক এবারও সেই ভিড় বাড়বে। কী ব্যবস্থা নিচ্ছেন উদ্যোক্তরা ? টালা বারোয়ারির কাছে থিম মানে ঘোড়ার ডিম। বরং উত্তর কলকাতার অন্যতম বড় গ্ল্যামার টালা বারোয়ারির ভাবনায় সোনায় মোড়া নিরানব্বই প্রাধান্য পাচ্ছে। কঞ্চি আর বেতের সাজে উমা বরণে টালা বারোয়ারিকে তৈরি করছেন শিল্পী সঞ্জীব সাহা।
বারোয়ারি পুজোর ময়দানে টালা বারোয়ারি বরাবর স্বপ্ন দেখায়।এবার তাদের ভাবনায় আছে সোনায় মোড়া নিরানব্বই। শিল্পী সঞ্জীব সাহা মণ্ডপ সাজাচ্ছেন কঞ্চি আর বেত দিয়ে। পোশাকি নাম গোল্ডেন গ্রাস। ওড়িশার কেন্দাপাড়া আর জগৎসিনাপুরের কুঠির শিল্প। শিল্পের ছোঁয়া এখনও আছে বাংলা লাগোয়া বিহারে। এই রাজ্যের মেদিনীপুরে গোল্ডেন গ্রাসের কাজ হয়। মণ্ডপে আধুনিক ভাবনা থাকলেও, নিরানব্বইতম বর্ষে এখনও সাবেক টালার বারোয়ারির প্রতিমা।
view comments
বাংলা খবর/ খবর/ফিচার/
টালা বারোয়ারির পুজোয় এবার কঞ্চি-বেতের সাজ...
Next Article
advertisement
West Bengal Weather Update: হাড়কাঁপানো ঠান্ডা থেকে সাময়িক মুক্তি, কিছুটা বাড়ল তাপমাত্রা, থাকবে কুয়াশার দাপট, ফের ঠান্ডা বাড়বে কবে? জেনে নিন
হাড়কাঁপানো ঠান্ডা থেকে সাময়িক মুক্তি, কিছুটা বাড়ল তাপমাত্রা, ফের ঠান্ডা বাড়বে কবে?
  • হাড়কাঁপানো ঠান্ডা থেকে সাময়িক মুক্তি

  • কিছুটা বাড়ল তাপমাত্রা

  • ফের ঠান্ডা বাড়বে কবে?

VIEW MORE
advertisement
advertisement