এই বছর শহরের মুখ ঢাকেনি বিজ্ঞাপনে ! এবার 'নিউ নর্মাল' পুজোর টক্কর সোশ্যাল মিডিয়ায় !

Last Updated:

শহরে না আছে পোস্টার ! না আছে কোনও প্রচার। এ এক অন্য পৃথিবী। অন্য পুজো ! নিউ নর্মাল।

#কলকাতা: এবার লড়াই ডিজিটালে। উধাও হোর্ডিং। নেই ব্যানার। উৎসব এবার মুখ ঢাকেনি আকাশের। মহানগরের রাজপথে নেই পুজোর ঘোষণা। রাস্তার মোড়ে নেই শিল্পীর মুখ। মণ্ডপের লোকেশন। দোর গোড়ায় পুজো। কিন্তু এ কোন কলকাতা? ছুটছে শহর। পরিচ্ছন্ন চারপাশ। রাস্তার ধারের বাড়ির বারান্দা থেকে ঝকঝকে আকাশ। ব্যানার , হোর্ডিং-এর আড়াল নেই। পুজো আসছে,কে বলবে?
কোন শিল্পী কোন পাড়ায়?  শতবর্ষে কার থিম কি?  উত্তর না কী দক্ষিণ? দুর্গাপুজো মানেই সেয়ানে-সেয়ানে টক্কর। থিমের লড়াইয়ে, বিজ্ঞাপনের ক্যাচওয়ার্ডে লড়কে লেঙ্গে। ব্যানারে-হোর্ডিংয়ে ঠাণ্ডা যুদ্ধ। ছবিটা বদলাচ্ছিল। আগ্রহ বাড়ছিল সোশাল সাইটে দেওয়াল লিখনে। নিউ নর্মালে এবার টোটাল ডিজিটাল ক্যাম্পেন। পাড়ায়-পাড়ায় ডিজিটাল পুজোর লড়াই। খরচ কম। রিচ বেশি। করোনা আবহে ব্যানার, হোর্ডিং লাগানোর ঝুঁকি থেকে মুক্তি ডিজিটাল বিজ্ঞাপনে।
advertisement
পুজোর শহরে মুখ ঢাকা বাড়ির বারান্দাদের এবার স্বস্তি। ডিজিটাল টক্করে অভ্যস্থ হয়ে উঠছে নিউ নর্মাল কলকাতা। করোনা ভাইরাসের জন্যই শহরে এবার বদলাচ্ছে সব নিয়ম। বদলে যাচ্ছে পুজোর চেনা ছকও। আগের মতো এবছর নেই কোনও প্রচার। সব কিছু হবে ডিজিটালি। মা আসবেন। পুজোও হবে। তবে প্রচার হবে না। দেশে যেভাবে করোনা ভাইরাস থাবা বসিয়েছে তাতে এছাড়া অন্য কোনও রাস্তাও খোলা নেই। এবছর সব কিছুই হবে কিন্তু মানতে হবে করোনা বিধি। সুন্দর সাজের সঙ্গে সকলের মুখে এবার থাকতে হবে মাস্ক। লিপস্টিক নয় কিনতে হবে রকমারি মাস্ক। সঙ্গী হবে স্যানিটাইজার। তবে কোন পুজোর কি থিম তা নিয়ে শহরে না আছে পোস্টার ! না আছে কোনও প্রচার।  এ এক অন্য পৃথিবী। অন্য পুজো ! নিউ নর্মাল।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/ফিচার/
এই বছর শহরের মুখ ঢাকেনি বিজ্ঞাপনে ! এবার 'নিউ নর্মাল' পুজোর টক্কর সোশ্যাল মিডিয়ায় !
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement