রাজকীয় নৌকায় দশভুজার আরাধনা, ৭৭ বছরে চালতাবাগানে সোনার তরী
Last Updated:
ব্যস্ত রাস্তার মধ্যে অটো, বাসের যাতায়াত। সেই রাস্তার মধ্যে ভিড়েছে নৌকা।
#কলকাতা: নদী নেই, জল নেই, ঘাট নেই। ব্যস্ত রাস্তার মধ্যে অটো, বাসের যাতায়াত। সেই রাস্তার মধ্যে ভিড়েছে নৌকা। এই নৌকা চালতাবাগান দুর্গোৎসব পুজো কমিটির। সোনায় মোড়া সোনার তরীতে করে আরাধনা হবে দুর্গার।
নৌকা পাল তুলেছে মানিকতলায়। মেঘের কাছে পৌঁছে সেই পালে হাওয়া লেগেছে। নৌকা বেয়ে আগমনীর রোদ এসে পড়ে। বলে, পুজো এসেছে। এই নৌকা, সোনার তরী। রবিঠাকুরের সোনার তরী নয়। এই সোনার তরী সাজিয়েছে চালতাবাগান দুর্গোৎসবের পুজো কমিটি। সোনার নৌকায় করে রাজারা যেতেন দেবীর আরাধনা করতে। সেইসব ইতিহাসের ঝলক ফুটে উঠবে মণ্ডপে।
advertisement
চালতাবাগানের মণ্ডপসজ্জায় থিমের হাতযশ। তবে প্রতিমা হবে সাবেকি। এবার পুজোর ৭৭ বছর। সোনার তরীতে সোনালি উৎসবের উদযাপন। শরৎ মাখা সোনার তরীর জাঁকজমক দেখতে যেতেই হবে চালতাবাগানের মণ্ডপে।
advertisement
Location :
First Published :
September 26, 2019 8:17 PM IST

