পুজোর সময় মেক-আপ দীর্ঘক্ষণ স্থায়ী করার সহজ টিপস জেনে নিন

Last Updated:

মেক আপ গলে গেলে বা উঠে গেলে আপনার পুরো সাজটাই নষ্ট। তাই মেক আপের দিকে সবচেয়ে বেশি নজর দিতে হবে।

#কলকাতা: পুজোর আর মাত্র কয়েকটা দিন বাকি। কেনাকাটা সব শেষ । কোনদিন কোন পোশাক পড়বেন তাও ভাবা হয়ে গিয়েছে। তবে পুজোর সময় মেক আপটা খুবই গুরুত্বপুর্ন বিষয়। মেক আপ গলে গেলে বা উঠে গেলে আপনার পুরো সাজটাই নষ্ট। তাই মেক আপের দিকে সবচেয়ে বেশি নজর দিতে হবে। আর মেক-আপের জন্য নজর দিতে হবে এখন থেকেই। মেক-আপ কিনবেন কিভাবে? প্রথমে কোনও এক্সপার্টের কাছে গিয়ে নিজের ত্বক কেমন তা জেনে নিন। জানুন নিজের স্কিন টোন। তারপর বাজার থেকে দামি বা ভাল কোম্পানির মেক-আপ প্রোডাক্ট কিনুন। মনে রাখতে হবে মেক-আপ প্রোডাক্ট সব সময় ভাল কোম্পানি থেকে কিনতে হয়। সস্তার প্রোডাক্ট কিন্তু মেক-আপ তো খারাপ করেই সেই সঙ্গে ত্বকের জৌলুসও কমায়। তাই কেনার সময় থেকেই মেক-আপের দিকে নজর দিন।
মেক-আপ করার আগে বেসিক কতগুলি নিয়ম মানতে হবে। প্রথমেই ভাল ফেসওয়াশ দিয়ে মুখ পরিস্কার করুন। তারপর স্ক্রাবার দিয়ে স্ক্রাব করুন। এরপর টোনার দিয়ে মুখ পরিস্কার করুন। ভাল করে মুখ পরিস্কার হয়ে গেলে মুখে বরফ ঘষুন কিছুক্ষণ। এরপর প্রাইমার লাগান মুখে। প্রাইমার ছাড়া মেক আপ কখনই দীর্ঘস্থায়ী হয় না। এর পর যদি মুখে কোথাও কোনও কাটা দাগ থাকে বা ছোপ থাকে তাহলে তার ওপর কনসিলর লাগিয়ে নিন। স্কিন টোন অনুযায়ী কনসিলার লাগান। তারপর ফাউন্ডেশন নিয়ে ফোটা ফোটা করে সারা মুখে লাগান। এবার স্পঞ্জ দিয়ে মুখে ফাউন্ডেশন ট্যাপ করুন। ফাউন্ডেশন ঘষবেন না। মুখে থুপে থুপে ফাউন্ডেশন মেশান। এর পর চোখ আঁকুন। বা মুখের অন্য মেক আপ করুন। এভাবে করলে মেক-আপ দীর্ঘ-স্থায়ী হবে। আপনি নিশ্চিন্তে প্যান্ডেলে ঘুরতে পারবেন।
বাংলা খবর/ খবর/ফিচার/
পুজোর সময় মেক-আপ দীর্ঘক্ষণ স্থায়ী করার সহজ টিপস জেনে নিন
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর – ৫ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর – ৫ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে
  • সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর, ২০২৫ – ৫ অক্টোবর, ২০২৫

  • এই সপ্তাহটা কেমন যাবে আপনার?

  • দেখে নিন রাশি মিলিয়ে, জানাচ্ছেন চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement