বাঁশ-কর্টন স্টিলের যুগলবন্দি, ৬৯-এ পা ‘কাহানি’ খ্যাত বালিগঞ্জ কালচারালের
Last Updated:
পরিচালক সুজয় ঘোষের কহানি দেখলেই মনে পড়ে যায় এই পুজোকে
জাতে মেটাল, তালে ঠিক। এরপর শোলার স্বর্গ। আর এবার ? কী হচ্ছে দক্ষিণের অন্যতম আভিজাত্য বালিগঞ্জ কালচারালের থিম ? পরিচালক সুজয় ঘোষের কহানি দেখলেই মনে পড়ে যায় এই পুজোকে। মনে পড়ে যায় টানটান ক্লাইম্যাক্সে লাল পার শাড়িতে বিদ্যা বাগচিকে। উনসত্তরতম বছরেও বালিগঞ্জ কালচালারালের ইউএসপি আভিজ্যাতের সঙ্গে স্বকীয়তা।
জুটি। সেই কবে থেকেই তাবড় দুনিয়া বোল্ড হয়েছে এই শব্দের ক্যারিশ্মায়। তালিকা বানাতে বসলে হয়তো শেষ হওয়ার নয়। সেই যুগলবন্দিকেই এবারের পুজোর মূলধন করছেন দক্ষিণ কলকাতার অন্যতম অভিজাত্য পুজো কমিটি বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশন।
বেশি দিন আগের কথা নয়। সাত বছর আগে এমন এক পুজোই মুক্তি পেয়েছিল সুজয় ঘোষের কহানি। মুখ্য চরিত্রে বিদ্যা বালানকে দেখা গিয়েছিল এই মণ্ডপেই। এ বছরই প্রথম ঠাকুর তৈরি করছেন শিল্পী অরুণ পাল। বাঁশ আর কর্টন স্টিলের যুগলবন্দি সাজাচ্ছেন উত্তরবঙ্গের ছেলে বিমান সাহা।
advertisement
Location :
First Published :
September 21, 2019 9:42 PM IST

