corona virus btn
corona virus btn
Loading

উল্টোডাঙা বিধান সংঘে লখনউয়ের স্থাপত্য, মণ্ডপে লখনউ ঘরানার সঙ্গীত

উল্টোডাঙা বিধান সংঘে লখনউয়ের স্থাপত্য, মণ্ডপে লখনউ ঘরানার সঙ্গীত

বাদশাহী মেজাজে পুজো দেখতে আমন্ত্রণ জানাচ্ছেন উদ্যোক্তারা

  • Share this:

পুজোর সময় লখনউ গেলে কেমন হয়? নবাবী মেজাজে মজে গেলে কেমন হয়? কলকাতাতেই লখনউয়ের আমেজ দেবে উল্টোডাঙা বিধান সংঘ। মণ্ডপে লখনউ চিকনের ঠাসা বুনোট। চোখ ধাঁধিয়ে যাবে চিকনের চেকনাইয়ে।

লখনউ মানে গোমতীর ধারে নবাবের শহর। লখনউ মানে ইতিহাস। ইমামবড়া মনে করায় নবাবী মেজাজ। লখনউ মানে বিরিয়ানি কাবাবের টানে লোভের কাছে মাথা নত। তেমনি লখনউ মানেই চিকন চিকন মন। ফিনফিনে কাপড়ের উপর সুতোর গল্প নিরন্তর। লখনউ চিকনের হাত ধরে এবার উৎসব আসছে উল্টোডাঙা বিধান সংঘের পুজোয়। সূক্ষ্ম চিকনের কাজ কথা কেড়ে নেয়। চুপ করে শুনতে ইচ্ছে করে ধৈর্যের আর পরিশ্রমের কথা। মণ্ডপসজ্জায় চিকনের চেকনাই। দেওয়ালে থাকবে এমব্রয়ডারি। শিল্পী সুমি মজুমদার ও শুভ মজুমদারের ভাবনায় মণ্ডপে চিকন কথা। সঙ্গে টিউব ড্রয়িং।

একান্নতম বছর। আবহে লখনউ ঘরানার সংগীত। স্থাপত্যেও লখনউয়ের কোলাজ। বাদশাহী মেজাজে পুজো দেখতে আমন্ত্রণ জানাচ্ছেন উদ্যোক্তারা।

First published: September 26, 2019, 11:35 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर