ভাল শিক্ষক পড়িয়ে দেন, প্রতিভাবান শিক্ষক বুঝিয়ে দেন, মহান শিক্ষক শিখিয়ে দেন

Last Updated:

জীবনের প্রথম শিক্ষা গুরু বাবা-মা বা বাবা-মাকে জাগ্রত দেবতাও বলা যেতে পারে

#কলকাতা: ছোটবেলা থেকেই প্রতিটি সন্তানকে মা, বাবার শিক্ষা বড় হও মানুষের মানুষ হও ৷ তবে মানুষ হবে কীভাবে ? তার জন্য কারিগর কোথায় ? জীবনের প্রথম শিক্ষা গুরু বাবা-মা বা বাবা-মাকে জাগ্রত দেবতাও বলা যেতে পারে ৷ তবে কোনও শিক্ষার্থীকে সর্বগুণ সম্পন্ন করতে পারে একমাত্র তাঁর শিক্ষাগুরুই ৷ সেক্ষেত্রে সব শিক্ষাগুরুই বাবা-মা হবেন ঠিক তাও নয় ৷
ভাল শিক্ষকের সান্নিধ্যে এসে হবু বখাটে পড়ুয়াই জীবনের গতিপথে ফিরে এসেছে ৷ আবার মন্দ গুরুকেও গাল দিতে ছাড়েনি শিক্ষকেরাও ৷ কারাপ শিক্ষক যেমন সমাজের মেরুদণ্ড ভেঙে দেন (সেই সংখ্যা অত্যন্ত নগন্য) ৷ তবে শিক্ষক অর্থাৎ মানুষ তৈরির কারিগর ৷ শিক্ষকের থেকে তাঁর শিক্ষার্থী যখন কয়েক কদম এগিয়ে যেতে পারবে তখনই সেই শিক্ষকের জীবন ধন্য হয়ে যায় ৷ তবে হাত ধরে অ, আ, ক, খ শিখিয়ে দিলেও মানুষ আর মনুষ্যত্ব শেকানো যায় উপলব্ধির মাধ্যমেই তা শিখে নিতে হয় ৷
advertisement
ভাল শিক্ষক পড়িয়ে দেন, প্রতিভাবান শিক্ষক বুঝিয়ে দেন, আর মহান শিক্ষক শিখিয়ে দেন ৷ তোতাপুরি, শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব, স্বামী বিবেকানন্দ এঁরা প্রত্যেকেই আদর্শ শিক্ষক ৷ তিন প্রজন্ম, তিন দিক, জীবনের ষোলোকলাপূর্ণ সেখানেই হয় যেখানে জীবনের চাওয়া পাওয়ার ষোলোকলা পূর্ণ হয় ৷ আমাদের জীবনও তখনই সার্থক হয় ৷ যখন এক সঠিক গুরুর সন্ধানে জীবন হয়ে ওঠে স্বপ্নপূর্ণের রূপকথা ৷
advertisement
বাংলা খবর/ খবর/ফিচার/
ভাল শিক্ষক পড়িয়ে দেন, প্রতিভাবান শিক্ষক বুঝিয়ে দেন, মহান শিক্ষক শিখিয়ে দেন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement