মধ্যপ্রদেশে কংগ্রেস ক্ষমতায় এলে ১০ দিনের মধ্যে মুকুব করা হবে কৃষিঋণ, মন্তব্য রাহুলের
Last Updated:
কয়েক মাস পরেই লোকসভা নির্বাচন ৷ সেই নির্বাচনের আগে ফের মোদি সরকারকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি ৷
#ভোপাল: কয়েক মাস পরেই লোকসভা নির্বাচন ৷ সেই নির্বাচনের আগে ফের মোদি সরকারকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি ৷ মধ্যপ্রদেশে যদি কংগ্রেস ক্ষমতায় আসে, তাহলে সরকার গঠনের পর ১০দিনের মধ্যেই কৃষকদের ঋণ মুকুব করা হবে ৷ মধ্যপ্রদেশের মন্দাসৌরে পিপিলিয়া মাণ্ডিতে কৃষকদের সমাবেশে বক্তৃতা দেওয়ার সময় এমনই একগুচ্ছ প্রতিশ্রুতি দিলেন রাহুল গান্ধী ৷
ফসলের ন্যায্য মূল্যের দাবিতে মধ্যপ্রদেশের মন্দাসৌরে আন্দোলন চালিয়েছিল কৃষকেরা ৷ সেই আন্দোলনে পুলিশের গুলিতে ছয় চাষির মৃত্যু হয় ৷ সেই ঘটনার পর পেরিয়ে গিয়েছে এক বছর ৷ কিন্তু সেই ঘটনার স্মৃতি আজও টাটকা ৷ সেই ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি ৷ আজ ফের মৃত কৃষকদের পরিবারের প্রতি সমবেদনা জানাতে মন্দাসৌর যান রাহুল ৷ সেখানেই কৃষকদের কৃষি ঋণ মুকুব করা নিয়েই আত্মবিশ্বাসী কংগ্রেস সভাপতি ৷
advertisement
advertisement
শুধু কৃষিঋণ মুকুব করাই নয় ৷ গত বছর কৃষক আন্দোলনে কৃষক হত্যার জন্য যারা দায়ী, তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়ার আগাম আশ্বাস দিলেন রাহুল ৷ একইসঙ্গে কৃষকদের জন্য কি করেছে বিজেপি গত পনেরো বছর ধরে ? সেই নিয়েও এদিন প্রশ্ন তুললেন রাহুল ৷ শুধু, কৃষকদের জন্যই নয় ৷ শিক্ষা, স্বাস্থ্য কোনও কিছু নিয়েই বিজেপি কোনও গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেয়নি বলে দাবি করেন রাহুল ৷
advertisement
মন্দাসৌরে গত বছর ছ’জন কৃষকের মৃত্যুর পরও কোনও জোরাল পদক্ষেপ গ্রহণ করেনি মোদি সরকার ৷ মৃত কৃষকদের পরিবারের ১ কোটি টাকা ক্ষতিপূরণ দিয়ে নরেন্দ্র মোদি দায় সারার চেষ্টা করেছেন বলে দাবি করলেন রাহুল গান্ধি ৷
Location :
First Published :
June 06, 2018 4:39 PM IST