স্ত্রীর নাক চিবিয়ে খেলেন স্বামী !
Last Updated:
স্ত্রীকে ফোনে না পেয়ে রাগে তাঁর নাকে কামড় দিয়ে বসলেন স্বামী ! শুধু কামড়ই নয়, একেবারে চিবিয়ে খেয়েই ফেললেন নাক ৷
#বেজিং: স্ত্রীকে ফোনে না পেয়ে রাগে তাঁর নাকে কামড় দিয়ে বসলেন স্বামী ! শুধু কামড়ই নয়, একেবারে চিবিয়ে খেয়েই ফেললেন নাক ৷ বিভৎস এই কাণ্ডটাই ঘটেছে উত্তর-পশ্চিম চিনের দেঝৌ প্রদেশে ৷ আক্রান্ত মহিলা পুলিশকে জানিয়েছেন, গত ৬ সেপ্টেম্বর সারা রাত অফিসে কাজ করা পর তিনি যথেষ্ট ক্লান্ত ছিলেন ৷ এই কারণে স্বামীর ফোন ধরতে পারেননি তিনি৷ পরদিন এই নিয়ে তুমুল ঝগড়া হয় স্বামী-স্ত্রী-র মধ্যে ৷ তবে বিষয়টি হাতাহাতিতে না গিয়ে অদ্ভূতভাবে স্ত্রী-র নাকই কামড়ে বসেন স্বামী৷ রক্তাক্ত অবস্থায় ওই মহিলাকে হাসপাতালে ভর্তি করা হয়৷ নাকের কেটে যাওয়া অংশটিতে এখন বান্ডেজ করে দিয়েছেন চিকিৎসকরা৷
Location :
First Published :
September 09, 2015 2:57 PM IST