চিতা ভি পিতা হ্যায় !

Last Updated:

জলের কলসিতে মুখ ঢোকাতে গিয়ে গোটা মাথাটাই ঢুকিয়ে ফেললেন বাঘ বাবাজি ! সে কলসি তো আর কিছুতেই বের হয় না মাথা থেকে ৷ স্থানীয় মানুষজনও এসে চিতাটির সামনে এসে ভিড় জমাতে থাকে ৷ মাথায় কলসি আটকে গিয়ে একেবারে দিশাহারা হয়ে পড়েছিল বাঘটি ৷ শেষপর্যন্ত ঘটনাস্থলে পৌঁছে চিতাটিকে উদ্ধার করেন বনকর্মীরা ৷

#জয়পুর:  চিতার অবাক জলপান ! সত্যি এমনটাই বটে ৷ রাজস্থানের রাজনগরের সার্দুলখেড়া গ্রামে জলের খোঁজে গ্রামে ঢুকে পড়েছিল চিতাটি ৷ সচরাচর এমন ঘটনা ঘটলে ভয় পাওয়াটাই স্বাভাবিক ৷ কিন্তু সেটা শেষপর্য্ন্ত হল না ৷ কারণ জলের কলসিতে মুখ ঢোকাতে গিয়ে গোটা মাথাটাই ঢুকিয়ে ফেললেন বাঘ বাবাজি ! সে কলসি তো আর কিছুতেই বের হয় না মাথা থেকে ৷ স্থানীয় মানুষজনও এসে চিতাটির সামনে এসে ভিড় জমাতে থাকে ৷ মাথায় কলসি আটকে গিয়ে একেবারে দিশাহারা হয়ে পড়েছিল বাঘটি ৷ শেষপর্যন্ত ঘটনাস্থলে পৌঁছে চিতাটিকে উদ্ধার করেন বনকর্মীরা ৷
view comments
বাংলা খবর/ খবর/আই ক্যাচার/
চিতা ভি পিতা হ্যায় !
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement