কুমীরের জন্ম দিল ষাঁড় !
Last Updated:
মাথা ও দেহটা কুমীরের মতো l তবে হাত পা ও লেজের আকৃতিটা দেখলে মনে হবে ষাঁড় ! শুনেই খটকা লাগছে ? সরু লেজ ও লম্বা পা দেখে মনে প্রশ্ন জাগাটাই স্বাভাবিক ৷ ঠিক কোন প্রাণী এটা? ঘটনা হল, এমন অদ্ভূত প্রাণী এখনও নিজের পরিচিতি পায়নিl
#ব্যাঙ্কক: মাথা ও দেহটা কুমীরের মতো l তবে হাত পা ও লেজের আকৃতিটা দেখলে মনে হবে ষাঁড় ! শুনেই খটকা লাগছে ? সরু লেজ ও লম্বা পা দেখে মনে প্রশ্ন জাগাটাই স্বাভাবিক ৷ ঠিক কোন প্রাণী এটা? ঘটনা হল, এমন অদ্ভূত প্রাণী এখনও নিজের পরিচিতি পায়নিl
রহস্যময় এই শঙ্কর প্রজাতির প্রাণীটি থাইল্যান্ডের গ্রামের মানুষের মধ্যে রীতিমতো আতঙ্ক তৈরি করেছেl লোকালয়ে ঢুকে পড়া প্রাণীটিকে দেখতে ভিড় জমিয়েছেন গ্রামবাসীরাl
থাইল্যান্ডের ওয়াংঘিন এলাকার পাহাড়ে প্রথম দেখতে পাওয়া গিয়েছিল এই প্রাণীকেl মনে করা হচ্ছে, ষাঁড়টি একটি সুস্থ শাবক প্রসব করেছিলl কিন্তু সে যত বড় হতে থাকে, তা কুমীরের মতো আকার ধারণ করেl এই অদ্ভূত ঘটনা কীভাবে ঘটল, তা নিয়ে সকলেই ধোঁয়াশায় l তবে গ্রামবাসীদের বিশ্বাস, এই অভূতপূর্ব প্রাণী গ্রামে সৌভাগ্য নিয়েই আসবেl
advertisement
Location :
First Published :
October 07, 2015 4:54 PM IST