রোগীর পেটের ভিতর মিলল ১১১০টি পাথর !

Last Updated:

পেটে স্টোন হয়েছে, এমনটা হামেশাই শোনা যায়৷ কিন্তু পেটের ভিতর ১১১০টি পাথর রয়েছে! এমন ঘটনা নজিরবিহীন বললেই চলে৷ কলকাতার এসএসকেএম-এই দেখা মিলল এমন রোগীর৷ যার পেটে একটা বা দু’টো নয়, একেবারে হাজারেরও বেশি স্টোন খুঁজে পেলেন ডাক্তাররা ৷

#কলকাতা:  পেটে স্টোন হয়েছে, এমনটা হামেশাই শোনা যায়৷ কিন্তু পেটের ভিতর ১১১০টি পাথর রয়েছে! এমন ঘটনা নজিরবিহীন বললেই চলে৷ কলকাতার এসএসকেএম-এই দেখা মিলল এমন রোগীর ৷ যার পিত্তথলিতে একটা বা দু’টো নয়, একেবারে হাজারেরও বেশি স্টোন খুঁজে পেলেন ডাক্তাররা ৷
কোমল বাজাজ ৷ বয়স ২৩ ৷ মাসখানেক আগে নিউ আলিপুর কলেজের তৃতীয় বর্ষের বি কম-এর ওই ছাত্রীর তলপেটে প্রবল ব্যথা শুরু হয়৷ যাদবপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় কোমলকে৷ পরীক্ষা-নিরীক্ষার পর গল ব্লাডারে স্টোন ও প্যানক্রিয়াটাইটিস ধরা পড়ে৷ এক সপ্তাহ চিকিত্সার পর পিজি-তে স্থানান্তরিত করা হয় কোমলকে৷ ভর্তি করা হয় উডবার্ন ওয়ার্ডের ১১বি নম্বর কেবিনে ডা. মাখনলাল সাহার অধীনে | সোমবার ল্যাপারোস্কোপিক কোলেভিসটেকটমি অস্ত্রোপচার হয়৷ ল্যাপারোস্কোপি পদ্ধতিতে গল ব্লাডার স্টোন অপারেশন খুবই সহজ গিয়ে গিয়েছে৷ কিন্তু, কোমলের ক্ষেত্রে সার্জেনরা সমস্যায় পড়েন৷ এক এক করে পিত্তথলি থেকে বেরিয়ে আসে ১১১০ টি পাথর৷ এত পাথর দেখে ডাক্তার ও রোগিণী সবাই চমকে যান৷ ছোট ফুটো দিয়ে এতগুলি পাথর সরাতে প্রাথমিকভাবে সমস্যায় পড়েন ডাক্তাররা৷ কিন্তু চিকিত্সক মাখনলাল সাহা ও তাঁর সহকারী চিকিত্সকরা মুন্সিয়ানার সঙ্গে অস্ত্রোপচারের কাজ শেষ করেন৷ বের করেন পাথর৷ কোমল এখন বিপন্মুক্ত৷ মাখনলাল সাহা জানান, ‘দু'মাস আগে এক মহিলার গল ব্লাডার থেকে অপারেশন করে ৩৬০ টি পাথর বের করেছিলাম৷ এবার সংখ্যাটা তিনগুণ হয়ে গেল৷ এত পাথর নজিরবিহীন ৷’ অস্ত্রোপচারের ক্ষেত্রে মাখনলালবাবুকে সাহায্য করেছেন ডা. সৌমেন দাস, ডা. প্রকাশ ভগত, ডা. চিরঞ্জীব ভট্টাচার্য৷ তাঁরাও পাথরের সংখ্যা দেখে চমকে গিয়েছেন৷ জানিয়েছেন, গল ব্লাডারে এত পাথর তাঁরা কখনও দেখেননি বা শোনেনওনি৷ এই অভূতপূর্ব ঘটনার শরিক হতে পেরে তাঁরাও খুশি৷
view comments
বাংলা খবর/ খবর/আই ক্যাচার/
রোগীর পেটের ভিতর মিলল ১১১০টি পাথর !
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement