Relief For Telecom Sector: টেলিকম সেক্টরের জন্য বড় ঘোষণা কেন্দ্রের, বাড়বে কর্মসংস্থান, থাকবে সুস্থ প্রতিযোগিতা

Last Updated:

জানানো হয়েছে, কেন্দ্রীয় সরকারের এই পদক্ষেপের পর আরও মজবুত হবে টেলিকম সেক্টরগুলি।

#কলকাতা: টেলিকম ক্ষেত্রে গতকাল বড়সড় ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। বিভিন্ন সংস্থার জন্য আর্থিক ছাড় ঘোষণা করা হয়েছে। আর তাতেই অনেকটা স্বস্তিতে টেলিকম সংস্থাগুলি। ইতিমধ্যে বিবৃতি দিয়ে এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে রিলায়েন্স জিও (Reliance Jio)। তাদের তরফে জানানো হয়েছে, কেন্দ্রীয় সরকারের এই পদক্ষেপের পর আরও মজবুত হবে টেলিকম সেক্টরগুলি।
গতকাল কেন্দ্রীয় টেলিকম মন্ত্রী অশ্বিনী বৈষ্ণ (Ashwini Vaishnaw)-র তরফে টেলিকম সংস্থাগুলির ক্ষেত্রে ৪ বছরের মোরাটোরিয়ামের ঘোষণা করা হয়েছে। যার অর্থ স্পেকট্রাম বাবদ টেলিকম সংস্থাগুলি যে টাকা কেন্দ্রীয় সরকারকে দেয় তা মেটানোর জন্য ৪ বছর সময় পাবে সংস্থাগুলি। এর পাশাপাশি টেলিকম সেক্টরে বিদেশি বিনিয়োগ ১০০ শতাংশ করা হয়েছে।
দীর্ঘ দিন ধরে ঋণে জর্জরিত বেশ কয়েকটি টেলিকম সংস্থা। আগামী বছর স্পেকট্রাম বাবদ বেশ কিছু টাকা দেওয়ার কথা ছিল তাদের। কিন্তু গতকাল ওই ঘোষণার পর বকেয়া টাকা মেটানোর জন্য চার বছর সময় পাবে সংস্থাগুলি। গতকাল সাংবাদিক বৈঠকে অশ্বিনী বৈষ্ণ জানান, টেলিকম সংস্থাগুলির ক্ষেত্রে কাঠামোগত ভাবে প্রায় ৯টি উল্লেখযোগ্য সংস্কার করা হয়েছে। পাশাপাশি আরও কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। এর ফলে পুরো টেলিকম ক্ষেত্রের আমূল পরিবর্তন করা সম্ভব। এবং এতে টেলিকম সংস্থাগুলি লাভবান হবে বলেও আশাবাদী তিনি।
advertisement
advertisement
জানা গিয়েছে, ভি আই (VI) এর বকেয়া ছিল প্রায় ৫৮ হাজার কোটি টাকা। তার মধ্যে মাত্র ৭ হাজার কোটি টাকা তারা মিটিয়েছে। অন্যদিকে ভারতী এয়ারটেলের (Bharti Airtel) বকেয়া ছিল প্রায় ৪৩ হাজার কোটি টাকা। তার মধ্যে অধিকাংশ টাকা মিটিয়ে দিলেও এখনও তাদের প্রায় ২৫ হাজার কোটি টাকা মেটাতে হবে।
জেনে নেওয়া যাক গতকালের ঘোষণায় কেন্দ্রীয় সরকারের বড় বড় পদক্ষেপগুলি কী কী?
১) ভোডাফোন-আইডিয়া, রিলায়েন্স জিও এবং ভারতী এয়ারটেলের ক্ষেত্রে বেশ কিছু ছাড় দেওয়া হয়েছে। মন্ত্রিসভার তরফে বলা হয়েছে, “এই ছাড়ের ফলে কর্মসংস্থান বাড়বে, প্রতিটি সংস্থার মধ্যে একটি সুস্থভাবে প্রতিযোগিতা হবে, উপভোক্তা বা কাস্টমারদের স্বার্থ অক্ষুন্ন থাকবে। এবং বিভিন্ন টেলিকম সংস্থা ইনভেস্টমেন্টমেন্টে উৎসাহ বাড়বে।
advertisement
২) গতকালের কেন্দ্রীয় সরকারের তরফে যে ঘোষণা করা হয়েছে তাতে সবথেকে বেশি লাভবান হবে ভোডাফোন আইডিয়া। যারা মূলত দেনার দায়ে ডুবে ছিল। মোরাটোরিয়াম ঘোষণার ফলে অ্যাডজাস্ট গ্রস রেভেনিউ বা AGR সংক্রান্ত যে বকেয়া মেটানোর জন্য অতিরিক্ত সময় পাবে তারা।
আরও পড়ুন-  টাইপ না করেই WhatsApp-এ মেসেজ পাঠান, শিখে নিন সহজ পদ্ধতি
৩) পাশাপাশি জানিয়ে দেওযা হয়েছে ওই বকেয়া টাকা মেটানোর জন্য সংস্থাগুলিকে ৪ বছরের জন্য সময় দেওয়া হবে। তবে পরবর্তী সময়ে যখন ওই টাকা মেটাবে সংস্থাগুলি তখন অবশ্যই তার জন্য সুদ দিতে হবে সংস্থাগুলিকে।
advertisement
৪) পাশাপাশি AGR থেকেও বেশ কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। যদি কোনও টেলিকম সংস্থা নন-টেলিকম থেকে কোনও আয় করে সেক্ষেত্রে ওই আয় AGR থেকে বাদ দেওয়া হবে।
৫) কেন্দ্রীয় সরকারের তরফে টেলিকম ক্ষেত্রে বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগে অটোমেটিক রুটে ১০০ শতাংশ FDI ঘোষণা করেছে। যা টেলিকম সেক্টরগুলির জন্য ব্যাপক সুবিধা এনে দেবে বলে মনে করা হচ্ছে।
advertisement
৬) এখনও পর্যন্ত টেলিকম সেক্টরে বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগে ৪৯ শতাংশ অটোমেটিক রুটে করার অনুমতি ছিল। এবং বাকি অংশ সরকারি রুটে যেতে হতো। ১০০ শতাংশ অটোমেটিক রুট হওয়ার ফলে মনে করা হচ্ছে এতে টাকার জোগান সহজেই পাবে টেলিকম সংস্থাগুলি।
৭) এই প্যাকেজ ঘোষণার পর বিশেষজ্ঞরা মনে করছেন এতে 4জি (4G) পরিষেবার বিস্তার আরও বাড়বে। এমনকী, ৫জি (5G) পরিষেবা দিতেও উজ্জীবিত হবে সংস্থাগুলি।
advertisement
৮) ২০২০ সালে সুপ্রিম কোর্ট জানিয়েছিল ভোডাফোন এবং এয়ারটেলের যে বকেয়া রয়েছে তা দ্রুত কেন্দ্রীয় সরকারকে মেটাতে হবে। গতকাল ওই ঘোষণার পর অনেকটাই স্বস্তি মিলল বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
গতকাল কেন্দ্রীয় সরকারের ওই ঘোষণার পর টেলিকম সংস্থাগুলি বেশ কিছু বাড়তি অক্সিজেন পাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এদিকে আজ সকাল থেকেই শেয়ার মার্কেটে বেশ কিছুটা চাঙ্গা ভোডাফোন আইডিয়ার শেয়ার দর।
view comments
বাংলা খবর/ খবর/Explained/
Relief For Telecom Sector: টেলিকম সেক্টরের জন্য বড় ঘোষণা কেন্দ্রের, বাড়বে কর্মসংস্থান, থাকবে সুস্থ প্রতিযোগিতা
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement