দশ ফুট লম্বা গলার স্তন্যপায়ী, তাও আবার উড়ন্ত! বিজ্ঞানীরা কী বলছেন...
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
বৃহচঞ্চু-র এই প্রাণীর গলা নিয়ে ভেবেই চলেছেন বিভিন্ন দেশের বিজ্ঞানীরা৷
#নয়াদিল্লি : Azhdarchid pterosaurs প্রাগৈতিহাসিক এই প্রাণী- র অস্তিত্ব নিয়ে বিজ্ঞানীরা নতুন সব তথ্য সামনে আনছেন৷ ১০ ফুট লম্বা গলা এবং বিশালাকৃতি চঞ্চু দিয়ে আকাশ পথে উড়ে বেড়াতো তারা৷ নজর থাকত জলাশয়ে মাছ ও অন্য প্রাণীতে উড়তে উড়তেই লম্বা ঠোঁট ডুবিয়ে তুলে নিত নিজের শিকার বা খাদ্য৷ সবচেয়ে আশ্চর্যের বিষয় তাদের ১০ ফুট বা ৩ মিটারের কাছাকাছি লম্বা গলা থাকত৷ তার গলা জিরাফের থেকেও লম্বা ছিল এমনটাই জানাচ্ছেন বিজ্ঞানীরা৷ এই লম্বা গলা নিয়ে কী করে তারা চলাফেরা করত তা নিয়ে সকলের মনেই প্রশ্ন৷
মরক্কোর একদল বিজ্ঞানী এই বিষয়টি নিয়ে রিসার্চ করতে গিয়ে জানা গেছে গলায় অসম্ভব হালকা অথচ ওজন বহনকারী ক্ষমতা থাকত ওই লম্বা গলায়৷ কারিয়াদ উইলিয়ামস এই বিষয়ে রিসার্চ করে তা প্রকাশ করেন আই সায়েন্স জার্নালে৷ গলার এই বিশেষ গঠন তাঁরা সিটি স্ক্যানের জন্য পাঠান৷ যা ফলাফল আসে তাতে তারা চমকে যান৷ এই ধরণের অদ্ভুত গঠন তাঁরা কখনই দেখননি তারা জানিয়েছন একেবারে সবকিছুর থেকে আলাদা তাদের এই গলার গঠন৷ এমনটা মত ইলিনয়েস বিশ্ববিদ্যালয়ের রিসার্চ স্টুডেন্টর৷
advertisement
আধুনিক কালে বা পুরনো সময় কোনও দিনই এই ধরণের গলা দেখা যায়নি৷ নিউরাল টিউব দিয়ে নিজের মেরুদণ্ডে নিজের স্নায়ুতন্ত্র বয়ে নিয়ে যেত৷ সেটা মধ্যিখানে ছিল৷ হাড়ের এদিক ওদিক গঠিত ছিল৷ বাই সাইকেলের স্পোক যেরকম থাকে সেভাবেই হাড় এদিক ওদিকে থাকত৷ হেলিক্সের মতো গঠনে এটাই তাকে লম্বা ঘাড় বয়ে নিয়ে যেতে দিত৷ পাশাপাশি সেটাই এই লম্বা গলাকে শক্তি দিত৷ ৯০ শতাংশ ওজন বহন করার ক্ষমতা রাখত এই গলাটা৷
advertisement
advertisement
এই যে সব তথ্য পাওয়া গেছে তার থেকে আরও রিসার্চের বিষয়টি দেখাচ্ছে৷
view commentsLocation :
First Published :
April 15, 2021 12:18 PM IST