COVID-19 Vaccine: কোভিড ভ্যাকসিন নেওয়ার পরেই কি গাড়ি চালানো যায় ? সব প্রশ্নের উত্তর দিচ্ছেন বিশেষজ্ঞ চিকিৎসক
- Published by:Ananya Chakraborty
Last Updated:
করোনা ভ্যাকসিন সংক্রান্ত বিবিধ প্রশ্নের উত্তর দিচ্ছেন বিশেষজ্ঞ চিকিৎসক নিকেত রাই
#নয়াদিল্লি: ব্যক্তিগত এবং সম্মিলিত রোগপ্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে, কোভিড ১৯ ভাইরাসের সঙ্গে লড়াই করতে ভ্যাকসিন নেওয়ার উপরে বার বার গুরুত্ব আরোপ করছেন বিশেষজ্ঞরা। কিন্তু এখনও বিষয়টি নিয়ে জনমানসে নানা রকমের বিভ্রান্তি থেকে গিয়েছে। এবার করোনা ভ্যাকসিন সংক্রান্ত বিবিধ প্রশ্নের উত্তর দিচ্ছেন বিশেষজ্ঞ চিকিৎসক নিকেত রাই (Niket Rai), MBBS, মৌলানা আজাদ মেডিক্যাল কলেজ (Maulana Azad Medical College) এবং লোকনায়ক হসপিটাল, দিল্লির (Lok Nayak Hospital, Delhi) অ্যাসোসিয়েট।
ভ্যাকসিন নেওয়া কি বাধ্যতামূলক?
না, এটি সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্ত। তবে ভাইরাসের সঙ্গে লড়াই করতে হলে ভ্যাকসিন যে জরুরি, সে নিয়ে কোনও দ্বিমত নেই।
কারা ভ্যাকসিন নিতে পারবেন?
১. ১৮ বছরের উর্ধ্বে সবাই ভ্যাকসিন নিতে পারেন।
advertisement
২. ২ থেকে ১৮ বছরের মধ্যে যাঁদের বয়স, তাঁদের উপরেও দেশে ভ্যাকসিনের ট্রায়াল শুরু হয়েছে।
৩. অন্তঃসত্ত্বা এবং স্তন্যদায়িনীর ক্ষেত্রে ভ্যাকসিনের পার্শ্বপ্রতিক্রিয়ার বিষয়ে এখনও বিশদে কিছু জানা যায়নি।
advertisement
৪. ডায়াবেটিস, হাইপারটেনশন, কিডনির অসুখ, হার্টের অসুখ, লিভারের অসুখ, থাইরয়েডের সমস্যা, ইমিউনিটির অভাবজনিত অসুখ যাঁদের আছে, তাঁদের রোগপ্রতিরোধ ক্ষমতা কম বলে ভ্যাকসিন নেওয়া দরকার, তবে অসুখের কথা সেন্টারে জানিয়ে রাখা বাঞ্ছনীয়।
কারা ভ্যাকসিন নিতে পারবেন না?
১. যাঁদের কোনও নির্দিষ্ট বিষয় বা ওষুধে অ্যালার্জি আছে।
২. ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়ে যাঁদের অ্যালার্জি দেখা গিয়েছে।
advertisement
৩. গায়ে ভালো মতো জ্বর থাকলে বা প্রচণ্ড সর্দি-কাশিতে ভুলে যতক্ষণ না সারছে, ভ্যাকসিন নেওয়া যাবে না।
৪. যাঁদের রক্তে প্লেটলেটের সংখ্যা কম বা যাঁরা রক্ত ঘন রাখার ওষুধ খান, তাঁদের ভ্যাকসিন নেওয়ার আগে চিকিৎসকের পরামর্শ প্রয়োজন।
কোন ভ্যাকসিন বেশি ভালো?
Covishield, Covaxin, Sputnik V- সবক'টি ভ্যাকসিনই সমান কার্যকরী।
এক ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়ে অন্য ভ্যাকসিন দ্বিতীয় ডোজে নেওয়া যায়?
না, যে ভ্যাকসিন প্রথমবারে নেওয়া হয়েছে, দ্বিতীয়বারেও সেটাই নিতে হবে।
advertisement
ভ্যাকসিন নেওয়ার পরেই গাড়ি চালানো যায়?
হ্যাঁ, শরীর খারাপ না লাগলে ভ্যাকসিন নেওয়ার পরেই গাড়ি চালানো বা অন্য কাজ করতে অসুবিধা নেই।
ভ্যাকসিনের দু'টি ডোজ নেওয়া কি বাধ্যতামূলক?
হ্যাঁ, নাহলে ইমিউনিটি পুরোপুরি গড়ে উঠবে না।
দুই ডোজের মধ্যে কতটা ব্যবধান জরুরি?
Covishield- ১২ থেকে ১৬ সপ্তাহ
Covaxin- ২৮ দিন
ভ্যাকসিনের প্রথম এবং দ্বিতীয় ডোজের পরে শরীরে কী পরিবর্তন হয়?
১. ভ্যাকসিন শরীরে অ্যান্টিবডির পরিমাণ বাড়ায়, যা দ্বিতীয় ডোজের পরে অনেকটাই বৃদ্ধি পায়।
advertisement
২. অনেকের ভ্যাকসিন নেওয়ার পর মাথা ঘোরা, ঘুম পাওয়া, গায়ে ব্যথা, চুলকানি, ক্লান্তি, হালকা জ্বরের মতো সমস্যা দেখা দেয়। তবে এগুলো এক রাতের মধ্যে সেরেও যায়।
ভ্যাকসিন নেওয়ার পরেও কি মাস্ক পরা দরকার?
হ্যাঁ, কেন না ভ্যাকসিন শরীরে ইমিউনিটি বাড়ালেও ভাইরাসের সংক্রমণ যখন-তখন হতে পারে। তাই মাস্ক পরা, হাত ধোওয়া, শারীরিক দূরত্ব বজায় রাখার মতো নির্দেশগুলো মেনে চলতে হবে।
advertisement
ধূমপান এবং মদ্যপান করলে ভ্যাকসিন নেওয়া যায়?
view commentsহ্যাঁ, নেওয়া যায়। তবে ধূমপান এবং মদ্যপানে শরীরের ইমিউনিটি কমে, তাই এই অভ্যাস ত্যাগ করাই বাঞ্ছনীয়।
Location :
First Published :
June 15, 2021 9:38 PM IST