‘যোগব্যায়াম করুন’, করোনা আক্রান্ত নায়িকাকে ভিডিও কলে টিপস দিলেন রামদেব !

Last Updated:

মারণ ভাইরাস করোনায় আক্রান্ত হয়েছিলেন বলিউড প্রযোজক করিম মোরানির কন্যা ও অভিনেত্রী জোয়া মোরানি৷

#মুম্বই: মারণ ভাইরাস করোনায় আক্রান্ত হয়েছিলেন বলিউড প্রযোজক করিম মোরানির কন্যা ও অভিনেত্রী জোয়া মোরানি৷ আপাতত, করোনা থেকে মুক্ত হয়ে হাসপাতাল থেকে বাড়িতে ফিরেছেন তিনি ৷ তবে বাড়িতে ফিরেও ফিট হওয়ার জন্য রোজ লড়ে যাচ্ছেন ৷
করোনা মুক্ত হওয়ার পর বিভিন্ন সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিয়ে অভিনেত্রী জোয়া জানিয়েছেন, তাঁর এই ফিট হওয়ার পিছনে যোগ ব্যায়াম দারুণ কাজ করেছে ৷ নিয়মিত যোগার ফলেই তিনি দ্রুত আরোগ্য লাভ করেছে ৷ আর তাই তো গোটা দুনিয়াকে এই যোগার ভালো দিক দেখানোর জন্যই নায়িকা জুটি বাঁধলেন যোগা গুরু বাবা রামদেবের সঙ্গে ৷
advertisement
কাণ্ডটা হল, করোনা আক্রান্ত বিশ্বের কাছে যোগ ব্যায়ামের মহিমাকে তুলে ধরার বিশেষ দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন বাবা রামদেব ৷ আর তাই তো নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে বৃহস্পতিবার লাইভ যোগা অনুষ্ঠানে যোগ দেবেন তিনি ৷ আর সেই অনুষ্ঠানেই নায়িকা জোয়ার সঙ্গে সুস্থ থাকার টিপস ভাগ করে নেবেন রামদেব ৷
advertisement
গত কয়েক সপ্তাহ আগে করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হন জোয়া মোরানি ৷ করোনায় আক্রান্ত হয়েছেন তাঁর বোন শাজা ও তাঁর পিতা করিম মোরানিও ৷ জোয়া ও শাজা হাসপাতাল থেকে ছাড়া পেলেও, এখনও হাসপাতালে চিকিৎসা চলছে করিম মোরানির ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
‘যোগব্যায়াম করুন’, করোনা আক্রান্ত নায়িকাকে ভিডিও কলে টিপস দিলেন রামদেব !
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement