Zeenat Aman on Dev Anand: ভুল বোঝাবুঝি-তৃতীয় পুরুষ! জিনাতকে কোনওদিন প্রেম নিবেদন করতে পারেননি 'পাগল প্রেমিক' দেব আনন্দ
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Zeenat Aman on Dev Anand: মন দেওয়া-নেওয়া হয়েছিল দেব আনন্দ ও জিনাত আমানের। কিন্তু ভুল বোঝাবুঝির কারণেই সবটা মুহূর্তে চুরমার হয়ে গিয়েছিল।
কলকাতা: বলিউডের অত্যন্ত জনপ্রিয় জুটি দেব আনন্দ ও জিনাত আমান। শোনা যায় তাঁদের জুটি জোট পেকেছিল পর্দার বাইরেও। মন দেওয়া-নেওয়া হয়েছিল দেব আনন্দ ও জিনাত আমানের। কিন্তু ভুল বোঝাবুঝির কারণেই সবটা মুহূর্তে চুরমার হয়ে গিয়েছিল। দেব আনন্দ নিজেই বলিউডে জিনাতকে সামনে এনেছিলেন। কিন্তু সমস্ত সম্পর্ক শেষ হয়ে গিয়েছিল একটি কারণে।
২৬ সেপ্টেম্বর ছিল দেব আনন্দের ১০০তম জন্মদিন। বলিউডের এই জনপ্রিয় অভিনেতা চিরস্মরণীয় হয়ে আছেন তাঁর রোম্যান্টিক ছবি এবং গানের জন্য। তবে তিনি যে কেবল পর্দায় রোম্যান্টিক ছিলেন তেমনটা কিন্তু একদমই নয়। তিনি বাস্তবেও একই রকম প্রেমিক পুরুষ ছিলেন। সবসময় ভালবাসায় মজে থেকেছেন বলেই ২০০৮ সালে দেওয়া একটি সাক্ষাৎকারে জানিয়ে ছিলেন। কিন্তু সবসময় ভালবাসায় থেকেছেন, ভালবেসেছেন মানে এটা নয় যে তিনি সেই মহিলাদের সঙ্গে সহবাস করেছেন।
advertisement
আরও পড়ুন: সারা বিশ্ব নেচেছে ‘তুনাক তুনাক তুন’ গানে, মানব পাচারে দোষী দলের মেহেন্দি এখন কোথায়? বড় খবর!
শোনা যায় হরে রাম হরে কৃষ্ণ ছবিতে কাজ করতে গিয়ে সহ অভিনেত্রী জিনাত আমানের প্রেমে পড়েন দেব আনন্দ। তিনি তাঁর আত্মজীবনীতে লিখেছেন যে না চাইতেও তাঁরা ইমোশনালি জুড়ে গিয়েছিলেন একে অন্যের সঙ্গে। একটা সময় অনুভব করেছিলেন যে তিনি জিনাত আমানকে ভীষণ ভালবেসে ফেলেছেন কিন্তু তিনি কখনই জিনাতকে প্রপোজ করে উঠতে পারেননি। কারণ তিনি জানতে পেরেছিলেন নায়িকা রাজ কাপুরের গুণে তখন মুগ্ধ। প্রেমে হাবুডুবু খাচ্ছেন।
advertisement
advertisement
আরও পড়ুন: সৌরভের বায়োপিকে নায়ক আয়ুষ্মান, নিজে মুখে জানিয়েও ধোঁয়াশা রাখলেন মহারাজ!
দেব আনন্দের ১০০তম জন্মদিনে ইনস্টাগ্রামে পুরনো ছবি পোস্ট করে ‘হিরা পান্না’ অভিনেত্রী লেখেন, ‘দেব সাহেবের ১০০তম জন্মদিন উদযাপন করছি ৷ তিনি ছিলেন স্টাইলিশ, নম্র ও অসাধারণ একটা মানুষ ৷ আসলে তাঁকে কোনও কিছুর সঙ্গে তুলনা করা যায় না ৷ তাঁর ট্যালেন্টের তুলনা হয় না ৷ তিনি নিজের কেরিয়ার যেমন আকাশচুম্বী গড়ে তুলেছিলেন তেমনই আমার কেরিয়ার তৈরি করেছেন ৷ আমাকে যখন কেউ তাঁর সম্পর্কে বলতে বলে, আমার ভাল লাগে ৷ আমি এর আগে অনেকবার বলেছি ৷ আরও কিছু বলতে চাই ৷’
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 28, 2023 9:36 PM IST