Sourav Ganguly Biopic: সৌরভের বায়োপিকে নায়ক আয়ুষ্মান, নিজে মুখে জানিয়েও ধোঁয়াশা রাখলেন মহারাজ!

Last Updated:

Sourav Ganguly Biopic: গত ছয় মাস ধরেই সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক নিয়ে চর্চার তুঙ্গে। অবশেষে সে প্রসঙ্গে নিজেই মুখ খুললেন সৌরভ।

সৌরভের বায়োপিকে আয়ুষ্মান
সৌরভের বায়োপিকে আয়ুষ্মান
কলকাতা: ভারতীয় ক্রিকেট দলে এখনও অবধি যতজন অধিনায়ক থেকেছেন, সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক হিসাবে বারবার আলোচিত হয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের নাম। ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়েরও প্রেসিডেন্ট পদে থেকেছেন তিনি। দীর্ঘদিন ধরেই সৌরভের বায়োপিক নিয়ে কথা হচ্ছে। পর্দায় কে হবেন সৌরভ, তা নিয়ে বিস্তর আলোচনা হয়েছে।
অবশেষে সে প্রসঙ্গে নিজেই মুখ খুললেন সৌরভ। বৃহস্পতিবার তিলোত্তমায় নিজের বায়োপিক ‘৮০০’-র প্রচারে এসেছেন শ্রীলঙ্কান কিংবদন্তি মুথাইয়া মুরলীধরন। তাঁর বায়োপিকের প্রচারের এক অনুষ্ঠানে হাজির ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সেখানে সৌরভ নিজের বায়োপিকের নায়ক কে হবেন তা জানিয়েছেন। সৌরভ নিজের বায়োপিকের মুখ্য চরিত্র প্রসঙ্গে বলেছেন, ‘আমি জানি আয়ুষ্মান খুরানা করছেন। তবে এখনও সই হয়নি, কথাবার্তা চলছে।’
advertisement
আরও পড়ুন: শাহরুখের সঙ্গে খারাপ সম্পর্ক, বছরের পর বছর কথা নেই কেন? মুখ খুললেন নানা পাটেকর
গত ছয় মাস ধরেই সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক নিয়ে চর্চার তুঙ্গে। দাদাগিরি রিয়্যালিটি শোয়ের ১০তম সিজনে এই প্রসঙ্গে মুখও খুলেছিলেন বাংলার দাদা সৌরভ গঙ্গোপাধ্যায়। নিজের চরিত্রে পর্দায় তিনি কাকে দেখতে চান, এই নিয়ে প্রশ্ন করা হয়েছিল তাঁকে। একই প্রশ্নের উত্তর দিয়েছিলেন ডোনা গঙ্গোপাধ্যায়। এরপরই শোনা যায় বলিউডের অন্দরমহলে এই বায়োপিক নিয়ে কাজ শুরু হয়ে গেছে ইতিমধ্যেই। প্রাথমিকভাবে জানা গিয়েছিল, রণবীর কাপুরের কাছে এই ছবির প্রস্তাব পৌঁছে গিয়েছে। তবে এবার সামনে আসলেও আসল নাম। না, কাপুর পরিবারের কাছে নয়, বরং এই ছবি প্রস্তাব পেলেন আয়ুষ্মান খুরানা।
advertisement
advertisement
আরও পড়ুন: সলমানের নতুন ছবি নিয়ে দারুণ বার্তা শাহরুখের, টাইগার ৩-তে দেখা যাবে ‘জওয়ান’-কেও?
আয়ুষ্মান খুরানা বরাবরই খুব ভাল ক্রিকেট খেলতে পারেন। আর এই ছবিতে নির্বাচন হওয়ার জন্য প্রাথমিক শর্ত ছিল এটাই। অভিনয়ের দিক থেকেও আয়ুষ্মান খুরানা কোনওদিন কোনও খামতি ছাড়েননি, তাই এবার প্রযোজক থেকে পরিচালক, সকলেই আস্থা রাখছেন আয়ুষ্মান খুরানোর উপরে। কিন্তু সৌরভ গঙ্গোপাধ্যায় কি রাখছেন সেই ভরসা? মহারাজের বৃহস্পতিবারের বক্তব্যেও যেন কিছুটা ধোঁয়াশা থেকেই গেল।
advertisement
ঈরণ রায় বর্মণ
বাংলা খবর/ খবর/খেলা/
Sourav Ganguly Biopic: সৌরভের বায়োপিকে নায়ক আয়ুষ্মান, নিজে মুখে জানিয়েও ধোঁয়াশা রাখলেন মহারাজ!
Next Article
advertisement
Primary Recruitment Case: রাজ্যের মন্ত্রীর হাত ধরেই এসেছে ১২ কোটি টাকা! প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে বিস্ফোরক ইডি! এবার কী হবে চন্দ্রনাথের?
রাজ্যের মন্ত্রীর হাত ধরেই এসেছে ১২ কোটি টাকা! প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে বিস্ফোরক ইডি
  • প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় আরও বিপাকে মন্ত্রী চন্দ্রনাথ সিনহা

  • ইডির দাবি, চন্দ্রনাথ সিনহার মাধ‍্যমেই এই দুর্নীতিতে এসেছে ১২ কোটি ৭২ লক্ষ

  • তাপস-কুন্তল-শান্তনু এই ত্রয়ীর চক্রে জড়িত ছিলেন চন্দ্রনাথ সিনহা, দাবি ইডির

VIEW MORE
advertisement
advertisement