Zakir Hussain LoveLife: লিভ ইন-এর পর গোপনে বিয়ে! বিদেশিনী টোনিকে পুত্রবধূ বলে প্রথমে মানতে চাননি কিংবদন্তি শিল্পী জাকির হুসেনের মা

Last Updated:

Zakir Hussain LoveLife:জাকিরের প্রতি আকৃষ্ট হলেন অ্যান্তোনিয়াও। ভাললাগা থেকে ভালবাসা এল অল্প সময়েই। এক বছর পরিচয় পর্বের পর তাঁরা একসঙ্গে থাকতে শুরু করেন।

ভালবাসা কোনও সীমানা মানে না
ভালবাসা কোনও সীমানা মানে না
তাঁর হাতের তালবাদ্য এবং মূর্ছনার মতোই রঙিন এবং সুরেলা ছিল জাকির হুসেনের প্রেম এবং দাম্পত্যজীবনও। তাঁর ব্যক্তিগত জীবন খুব বেশি প্রকাশ্যে আনেননি উস্তাদ। তাই শ্রোতাদের হৃদয়ে তাঁর বাদ্য থেকে গেলেও বেশি পরিচিতি হয়নি জাকির হুসেনের বিদেশিনী স্ত্রী এবং দুই মেয়ের সঙ্গে। ইতালীয় মার্কিন কত্থকশিল্পী অ্যান্তোনিয়া মিনেকোলার সঙ্গে জাকির হুসেনের প্রেম আরও একবার মনে করিয়ে দেয় যে ভালবাসা কোনও সীমানা মানে না। দু’টি হৃদয়ের মেলবন্ধনে ভেসে যায় দেশকালের কাঁটাতারের বেড়াজাল।
অ্যান্তোনিয়াকে প্রথম জাকির দেখেছিলেন গত শতকের সাতের দশকে। ক্যালিফোর্নিয়া বে-তে সে সময় তাঁরা দু’জনেই শিল্পকলার শিক্ষার্থী। জাকির শিখছিলেন তবলা। অ্যান্তোনিয়ার বিষয় ছিল কত্থকনাচ। প্রথম দর্শনেই মুগ্ধ হন জাকির। তবে প্রেমের পথ খুব একটা মসৃণ ছিল না।
প্রেমের পথে জাকিরও ছিলেন লড়াকু যাত্রী। প্রেয়সীর নামের ক্লাসের বাইরে রোজ অপেক্ষা করতেন জাকির। শুধু একবার তাঁকে দেখবেন বলে। তাঁর হৃদয়ে নিজের আসন চিরস্থায়ী করবেন বলে। অবশেষে বরফ গলল। জাকিরের প্রতি আকৃষ্ট হলেন অ্যান্তোনিয়াও। ভাললাগা থেকে ভালবাসা এল অল্প সময়েই। এক বছর পরিচয় পর্বের পর তাঁরা একসঙ্গে থাকতে শুরু করেন।
advertisement
advertisement
বাধা এসেছিল দুই পরিবারের তরফেই। স্ত্রীকে তাঁর ডাকনাম টোনি বলেই ডাকতেন জাকির। সিমি গারেওয়ালের টেলিভিশন শো-এ এসে কিংবদন্তি শিল্পী বলেছিলেন, ‘‘কিছু কারণে আমি বুঝতে পেরেছিলাম টোনিই সেই মেয়ে যার প্রতি আমার মনোযোগ থাকবে বাকি জীবনভর। পরিচয়ের এক বছর পর আমরা একসঙ্গে থাকতে শুরু করি।’’
advertisement
প্রথম আলাপের ৮ বছর পর বিয়ে করেন জাকির-অ্যান্তোনিয়া। দুই পরিবারের সাংস্কৃতিক ফারাকের জন্য বাধা এসেছিল বিস্তর। বিশেষ করে জাকিরের মা বাভী বেগম একদমই চাননি তাঁর ছেলে কোনও বিদেশিনীকে বিয়ে করুক। শেষ পর্যন্ত মায়ের কাছে গোপন রেখেই টোনিকে বিয়ে করেছিলেন জাকির। প্রথমে সিভিল ম্যারেজ। পরে ইসলামিক রীতিতে তাঁদের বিয়ের সময় উপস্থিত ছিলেন উস্তাদ আল্লা রাখা। তত দিনে মা জেনে গিয়েছেন ছেলের বিয়ের কথা। কিন্তু তার পরও তিনি বিয়েতে গরহাজির ছিলেন। দাম্পত্যের বেশ কিছু বছর পর ইউরোপীয় টোনিকে পুত্রবধূ বলে মেনে নেন জাকিরের মা।
advertisement
জাকিরের সঙ্গে দাম্পত্যের জন্য নিজের কেরিয়ারকে সংক্ষিপ্ত করেছেন নামী কত্থকশিল্পী অ্যান্তোনিয়া। দুই মেয়ে আনিসা ও ইসাবেলাকে নিয়ে আমেরিকায় দিনের পর দিন একা কাটিয়েছেন আমেরিকায়। অন্যদিকে জাকির হুসেন বিশ্বজুড়ে অনুষ্ঠানে অংশ নিয়েছেন। এই একাকিত্ব কষ্ট দিয়েছে অ্যান্তোনিয়াকে। কিন্তু সে সব ছাপিয়ে জয় হয়েছে ভালবাসারই। তাঁদের িববাহিত জীবন হয়তো খাতায় কলমে থেমে গেল অর্ধশতক আগেই। কিন্তু ভালবাসা সময়হীন কালজয়ী।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Zakir Hussain LoveLife: লিভ ইন-এর পর গোপনে বিয়ে! বিদেশিনী টোনিকে পুত্রবধূ বলে প্রথমে মানতে চাননি কিংবদন্তি শিল্পী জাকির হুসেনের মা
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement