Youtuber Lilly Singh: "ব্যাথায় ক্লান্ত হয়ে পড়ছি," ওভারিয়ান সিস্টের যন্ত্রণায় ভেঙে পড়েছেন লিলি সিং, ভাইরাল ভিডিও
- Published by:Madhurima Dutta
- news18 bangla
Last Updated:
Youtuber Lilly Singh Book Release: এপ্রিলেই একটি বই প্রকাশ হওয়ার কথা লিলি সিংয়ের, বইয়ের নাম “Be a Triangle: How I Went from Being Lost to Getting My Life into Shape"।
#মুম্বই: ওভারিয়ান সিস্টে আক্রান্ত ইউটিউবার এবং টেলিভিশন সঞ্চালিকা লিলি সিং (YouTuber and television host Lilly Singh)! বৃহস্পতিবার ইনস্টাগ্রামে হাসপাতালের ঘর থেকে একটি ভিডিও শেয়ার করেছেন লিলি (Youtuber Lilly Singh)। লিখেছেন, “আমার ওভারিতে অদ্ভুত সমস্যা দেখে দিয়েছে। দু’টি ওভারিই সিস্টে (ovarian cysts) ভর্তি। এবং আমি সত্যিই কিছহু বুঝতে পারছি না! আমাকে প্রতি মাসে একবার কষ্ট পেতে হচ্ছে এবং তারপরে পিরিয়ডের মধ্যে অসহ্য যন্ত্রণা! কী দারুণ না! দুর্বল লাগছে খুব। ব্যাথা করছে, ব্যাথায় ক্লান্ত হয়ে পড়ছি।”
advertisement
advertisement
বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ কমেন্ট করেছেন, “তোমারর জন্য প্রার্থনা করছি।” অভিনেত্রী তান্নাজ ইরানি লিখেছেন, “তাড়াতাড়ি সেরে ওঠো প্রিয়।” ডিজে সুকেতু লিখেছেন, “লিলি, তোমার জন্য প্রার্থনা করি। তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো।”
কয়েক মাস আগেই, প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra) নিউইয়র্কে তাঁর ‘সোনা’ নামের রেস্তোরাঁয় লিলিকে স্বাগত জানান। লিলি প্রিয়াঙ্কার ঘনিষ্ঠ বন্ধু। সোশ্যাল মিডিয়ায় নিজের প্রিয় খাবারের এক ঝলকও শেয়ার করেছিলেন লিলি (Youtuber Lilly Singh)।
advertisement
গত বছর দীপাবলিতে লিলি (Youtuber Lilly Singh) এবং প্রিয়াঙ্কাকে একসঙ্গে আনন্দ করতে দেখা গিয়েছে। তাঁদের পার্টির ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয়। গায়ক জন লেজেন্ড এবং অভিনেত্রী মিন্ডি কালিংও ওই আড্ডার অংশ ছিলেন। লিলি ইনস্টাগ্রামে একটি পোস্টের ক্যাপশনে লিখেছিলেন, “গত রাতটা যেন সিনেমা ছিল। দেশি স্কোয়াডের সঙ্গে আনন্দ এবং আড্ডা। এই ধরনের মানুষদের সঙ্গে সময় কাটালে, তাঁদের সঙ্গে কথা বললে, ঘুরতে গেলে এবং তারপর আলাপ করলে দিন ভালো হয়ে যায়।”
advertisement
advertisement
এপ্রিলেই একটি বই প্রকাশ হওয়ার কথা লিলি সিংয়ের, বইয়ের নাম “বি এ ট্রায়াঙ্গেল: হাউ আই ওয়েন্ট ফ্রম বিয়িং লস্ট টু গেটিং মাই লাইফ ইনটু শেপ” (Be a Triangle: How I Went from Being Lost to Getting My Life into Shape)। লিলি বলেন, “এই বইটি আমার ব্যক্তিগত জীবনের অতলের গল্প। আমার ব্যক্তিগত সফরের গল্প, জীবন থেকে আমি কী চাই এবং কী পাই তার কথা। আমি মনে করি প্রত্যেকেই নিজেদের জীবনের সঙ্গে এই গল্পটা মেলাতে পারবে এবং উপকৃতও হবে।”
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 25, 2022 1:46 PM IST